কখন মুক্তি মিলবে মুষলধারে এই বৃষ্টি থেকে, কি জানাচ্ছে হাওয়া অফিস

নিজস্ব প্রতিবেদন : দুর্গা পুজোয় এবার অসুর হয়ে হাজির বৃষ্টি। মহাষষ্ঠী পর্যন্ত দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে সেইভাবে বৃষ্টি না হলেও মহাসপ্তমীর দিন থেকেই ভাসাতে শুরু করেছে। যদিও মহা সপ্তমীর দিন বিকালের পর বিভিন্ন জায়গায় বৃষ্টি থেমে যায় এবং প্যান্ডেলগুলিতে উপচে পড়ে দর্শণার্থীদের ভিড়। কিন্তু মহাষ্টমীর দিন! পুরো ভাসিয়ে দিল।

মহাষ্টমীর দুপুর থেকেই বিভিন্ন জেলায় মুষলধারে বৃষ্টি শুরু হয়। এই বৃষ্টির ফলে একপ্রকার গৃহবন্দী হয়ে যান সাধারণ মানুষ। এমত অবস্থায় সবার মধ্যেই একটি প্রশ্ন কখন মুক্তি মিলবে এমন বৃষ্টি থেকে। হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে কোন কোন দিন কি পরিমাণ বৃষ্টির পূর্বাভাস রয়েছে রাজ্যের জেলাগুলিতে।

মহাষ্টমীতে ৭০ থেকে ১১০ মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বীরভূম। বৃষ্টির পরিমাণ কিছুটা কম হলেও যে সকল জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেগুলি হল উত্তর ২৪ পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ এবং নদিয়া।

উত্তরবঙ্গের যে সকল জেলায় ৭০ থেকে ১১০ কিলোমিটার বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেই জেলাগুলি হল দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা। এই সকল জেলার বেশ কিছু অংশে প্রতি ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝড় বইতে পারে বলেও জানানো হয়েছে।

মহানবমীতে অসুর হয়ে বৃষ্টি হাজির হতে পারে দক্ষিণবঙ্গের বীরভূম এবং মুর্শিদাবাদে। এই দুই জেলায় বৃষ্টির পরিমাণ থাকতে পারে ৭০ থেকে ১১০ মিলিমিটার। এর পাশাপাশি ঝড়ো হাওয়া বইতে পারে বলেও জানানো হয়েছে। বাকি উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, কলকাতা, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান এবং নদিয়ায় ভারী বৃষ্টির পূর্বাভাস না থাকলেও বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে। নবমীতে ৭০ থেকে ১১০ মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায়।

এই বৃষ্টির রেস দশমী পর্যন্ত কাটবে না বলেই জানা যাচ্ছে হাওয়া অফিসের তরফ থেকে। দশমীতেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায়। অন্যদিকে দক্ষিণবঙ্গের উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, কলকাতা, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া সব জেলাতেই হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির পূর্বাভাস রয়েছে।