৩০-৪০ কিমি বেগে ঝড়, একাধিক জেলায় বৃষ্টি, কবে কাটবে দুর্যোগ

নিজস্ব প্রতিবেদন : দিন দুয়েক ধরেই আকাশের মুখ ভার। এমন পরিস্থিতিতে গত কয়েকদিন ধরেই বৃষ্টির সম্মুখীন হয়েছে রাজ্যের একাধিক জেলা। রবিবারও সেই একই পরিস্থিতি লক্ষ্য করা যায়। মেঘলা আকাশ আর বৃষ্টির কারণে তাপমাত্রার পারদ অনেক কমেছে। তবে একঘেয়েমি এই আবহাওয়া (Weather) থেকে এখন মুক্তি পেতে চাইছে বাংলা। এই পরিস্থিতিতে এমন দুর্যোগ কবে কাটবে, তা জানালো হওয়া অফিস (Weather Office)।

আলিপুর হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে, রবিবার বিকাল এবং সন্ধ্যাবেলায় একাধিক জেলায় ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে দেখা যাবে। কলকাতায় এমন পরিস্থিতি চলবে দুই থেকে তিন ঘন্টা। পাশাপাশি বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে। বর্তমানে কালবৈশাখীর (Kalbaisakhi) দাপটের পর মার্চের গরম উধাও হয়ে গিয়েছে বাংলা থেকে।

গত কয়েকদিন ধরে চলা এমন দুর্যোগ কবে কাটবে তা জানাতে গিয়ে আলিপুর হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে, উত্তরবঙ্গে ২২ মার্চ অর্থাৎ বুধবার থেকে ধীরে ধীরে বৃষ্টির পরিমাণ কমবে। অন্যদিকে দক্ষিণবঙ্গের পরিস্থিতি ধীরে ধীরে অনুকূল হবে ২১ মার্চ অর্থাৎ মঙ্গলবার থেকে। ধীরে ধীরে আকাশ পরিস্কার হবে এবং বৃষ্টির পরিমাণ কমে যাবে।

আলিপুর হাওয়া অফিসের তরফ থেকে আরও জানানো হয়েছে, এই মুহূর্তে নিম্নচাপ অক্ষরেখা রাজস্থান থেকে বিহার পর্যন্ত অবস্থান করছে। অন্য একটি নিম্নচাপ অক্ষরেখা অবস্থান করছে বিহার থেকে অন্ধ্রপ্রদেশ পর্যন্ত। পাশাপাশি একটি ঘূর্ণাবর্তের অবস্থান রয়েছে ছত্রিশগড় ও ঝাড়খণ্ডের উপর। এসবের কারণেই বিপুল পরিমাণে জলীয় বাষ্প পশ্চিমবঙ্গে ঢুকেছে বঙ্গোপসাগর থেকে।

অন্যদিকে এখন ঘন্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে বীরভূম এবং মুর্শিদাবাদে। শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে মেদিনীপুর এবং ঝাড়গ্রামে। যদিও সোমবার থেকে সব জেলাতেই বৃষ্টির পরিমাণ কমবে বলে পূর্বাভাস। তবে উত্তরবঙ্গে এখনো দিন কয়েক দুর্যোগের পরিস্থিতি বজায় থাকবে।