অকাল বৃষ্টি শেষে কবে ফিরবে শীত, কি জানাচ্ছে হাওয়া অফিস

নিজস্ব প্রতিবেদন : অকাল বোধনের মতই ভরা শীতে বৃষ্টিতে ভিজছে পশ্চিমবঙ্গ। উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই শুরু হয়েছে বৃষ্টি। মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতেও বৃষ্টির প্রভাব যথেষ্ট লক্ষ্য করা গিয়েছে। এই অকাল বৃষ্টিতে ক্ষতির সম্মুখীন আলু থেকে অন্যান্য শীতকালীন ফসল।

অন্যদিকে পশ্চিমী ঝঞ্ঝার কারণে এই মেঘলা আকাশ এবং বৃষ্টির ফলে তাপমাত্রার পারদ অনেকটাই বেড়েছে। জানুয়ারি মাসের শুরুতে যেভাবে শীত লক্ষ্য করা গিয়েছিল সেই শীত এখন আর নেই। বরং আবহাওয়ার এই খামখেয়ালিপনায় নাজেহাল অবস্থা আমজনতার।

মঙ্গলবার থেকে শুরু হওয়া এই বৃষ্টিতে ইতিমধ্যেই ভিজেছে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ সহ অন্যান্য জেলাগুলি। তবে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতেও বৃষ্টির প্রভাব কিছুটা হলেও বেশি। হাওয়া অফিসের পূর্বাভাস এমন পরিস্থিতি চলবে আগামী শুক্রবার পর্যন্ত।

সুতরাং আবহাওয়ার পূর্বাভাসে স্পষ্ট শুক্রবার পর্যন্ত তাপমাত্রার পতনের কোন লক্ষণ নেই। অন্যদিকে হাওয়া অফিসের পূর্বাভাস এই পরিস্থিতি অনুকুল হতে পারে শনিবার থেকে। শনিবার থেকে পরিস্থিতি অনুকূল হলে তাপমাত্রার পারদ ফের নামতে শুরু করবে।

অন্যদিকে হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে, বৃষ্টি শেষ হলে মেঘ কেটে যাওয়ার পর তাপমাত্রার পারদ নামবে ঠিকই কিন্তু তা জাঁকিয়ে শীত আনার মত নয়। বৃষ্টি থামলে তাপমাত্রার পারদ ২ ডিগ্রী অথবা তার কিছু বেশি নামবে বলে জানানো হয়েছে হাওয়া অফিসের তরফ থেকে। পশ্চিমের জেলাগুলিতে এই তাপমাত্রার পতন বেশি হলেও কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৪ থেকে ১৫ ডিগ্রির নিচে নামবে না।