সন্তানের লেখাপড়া নিয়ে কি খুবই চিন্তিত সন্তান কি লেখাপড়ার ব্যাপারে একেবারেই অমনোযোগী
আপনার সন্তান কি পড়াশুনোর থেকে খেলাধুলো, টিভি মোবাইল এগুলোতে বেশি আসক্ত? তবে জেনে নিন এই ৪ মোক্ষম দাওয়াই
পড়াশুনার প্রতি এই অনীহার পিছনে রয়েছে বেশ কিছু কারণ। সন্তান বারবার পড়লেও ভুলে যাচ্ছে। অক্সফোর্ডের মতে, পড়াশোনাকে করে তুলতে হবে আকর্ষণীয়।
অক্সফোর্ডের গবেষণা পরামর্শ দিয়েছে যে, পড়াশোনার বিষয়কে বাস্তবের উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করবেন। ফলে তা বহুদিন মনে থাকবে।
পড়াশোনার বিষয় থেকে বিভিন্ন ছবি বা ভিডিও এর মাধ্যমে বাচ্চাদের সামনে উপস্থাপনা করতে পারেন। ছবি বা ভিডিও বাচ্চাদের মনের মধ্যে দীর্ঘদিন গেঁথে থাকে।
বাচ্চাদের নিজেদের পড়াশোনার বিষয় নিয়ে শিক্ষক-ছাত্র খেলতে পারে। এই ফলে
তারা নিজেরাই বিষয়টিকে শিক্ষক হিসেবে বোঝানোর চেষ্টা ক
রে।
অক্সফোর্ডের মতে খুব লম্বা উত্তর বাচ্চারা মনে রাখতে পারেনা। তাই বড় উত্তরগুলোকে ছোট ছোট ভাগে বিভক্ত করে বাচ্চাদেরকে পড়ান। তাহলে সেগুলো মনে থাকবে।