সালটি ২০০৬। শেষ হলো শপথ গ্রহণের পালা। শপথ নিলেন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য।
শপথ গ্রহণের পরেই এক নতুন মিশন শুরুর ডাক। সিঙ্গুরে গড়তে হবে শিল্প, ঘোচাতে হবে বেকারত্বের হার।
প্রায় ১ হাজার একর জমি নিয়ে সিঙ্গুরে প্ল্যান হলো কারখানা তৈরি করা। আর এই কারখানাতেই হবে মাত্র ১ লাখের টাটা ন্যানো গাড়ি।
তবে তার এই শিল্পকেন্দ্রিক ভাবনাকে ভেঙ্গে চুরমার করে দিল কৃষকদের চিন্তাভাবনা। শিল্পের ধাক্কায় নাকি চাপা পড়ে যাবে উর্বর জমিজমা।
তৃণমূলের বিধায়ক রবীন্দ্রনাথ ভট্টাচার্য সকল কৃষকদের জোটবদ্ধ করে বিরোধিতা শুরু করল বুদ্ধদেব ভট্টাচার্য। সিঙ্গুরে জ্বলে উঠলো আগুন।
হলো না কারখানা। বরং বুদ্ধদেব ভট্টাচার্যকে সরিয়ে ক্ষমতায় এলেন তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায়। তার স্বপ্ন যেন ওইখানেই শেষ হয়ে গেল।