দুপুরে পেট পুরে খাওয়া ও পড়ুয়াদের স্কুলমুখী করতে সরকারের তরফ থেকে চালু হয়েছে মিড ডে মিল প্রকল্প। 

কোন কোন স্কুলের একান্ত উদ্যোগে ভাত ডালের পাশাপাশি পড়ুয়াদের পাতে পড়ে  মাঝে মধ্যে মেলে ডিম, মাছ, মাংসও।

এমনই উদ্যোগ দেখা গেলো সিউড়ি ১ নম্বর ব্লকের অন্তর্গত কড়িধ্যা গ্রাম পঞ্চায়েতের কড়িধ্যা যদুরায় মেমোরিয়াল অ্যান্ড পাবলিক ইনস্টিটিউশনে।

স্কুলের চার পড়ুয়ার উদ্যোগে পড়ুয়ারাদের শেষ পাতে পড়ল লোভনীয় খাবার।

গত জুন মাসে ওই স্কুলের অষ্টম শ্রেণির ৪ জন ছাত্রীর জন্মদিন ছিল। নিজেদের জন্মদিন উপলক্ষে তারা টিফিন খরচ বাঁচিয়ে অন্যদের মুখে হাসি ফোটাতে এমন উদ্যোগ নেয়।

ওই চার ছাত্রী তাদের টিফিনের খরচ বাঁচিয়ে ২০০ টাকা করে মোট ৮০০ টাকা জমা করে। পড়ুয়াদের পাতে যে সকল খাবার পড়েছিল তা হল ভাত, ডাল, ডিমের কারি আর মিষ্টি।

ওই চার ছাত্রীর এমন উদ্যোগে নিজেদের গর্বিত বোধ করছেন স্কুলের শিক্ষক-শিক্ষিকারা।