বৈদ্যুতিক গাড়ি বাজারে আসার পর থেকেই নড়েচড়ে বসেছে চীন। তারা বর্তমানে কোমর বেঁধে নেমেছে ভারতীয় গাড়ির বাজার দখল করতে।
সম্প্রতি চিনা গাড়ি নির্মাণকারী সংস্থা BYD তাদের হ্যাচব্যাক BYD Seagull EV নিয়ে আসরে নামতে চলেছে।
গাড়িটিতে দেওয়া হয়েছে ৩৮.৮ কিলোওয়াট ঘণ্টার ব্যাটারি প্যাক। ফলে গাড়িটির টপ ভ্যারিয়ান্ট একবার চার্জ দিলেই চলবে ৪০৫ কিলোমিটার।
আকারের দিক থেকে গাড়িটির দৈর্ঘ্যে ৩৭৮০ মিলিমিটার, প্রস্থে ১৭১৫ কিলোমিটার এবং উচ্চতায় ১৫৪০ মিলিমিটার।
গাড়িটির হুইল বেস ২৫০০ মিলিমিটার এবং ফ্লাইং এডিশনটিতে ১৬ ইঞ্চির এ্যালমুনিয়াম আলয় হুইল দেওয়া হয়েছে।
ভারতীয় গাড়ির বাজারে গাড়িটির দাম রাখা হয়েছে মোটামুটি ভাবে ৮ লক্ষ টাকার আশেপাশে।
মনে করা হচ্ছে এটি ভারতীয় গাড়ি নির্মাণকারী সংস্থা TATA er Tata Punch EV -এর মূল প্রতিযোগী হতে চলেছে।