বর্ষা চলে এলো, সেই সাথে এলো ইলিশের মরসুম। কিন্তু আগের মত আর ইলিশের আমদানি কোথায়?
যদিও বা ওপার বাংলার পদ্মার ইলিশ কিছুটা এসে পৌছায়,
তবে তা থাকে সাধারণ
মানুষের ধরা ছোঁয়ার বাইরে।
আর যে ইলিশ ভাগীরথীতে মেলে, তা স্বাদে বা গন্ধে কোন দিক থেকেই পদ্মার ইলিশের সমকক্ষ নয়।
তবে সেই চিন্তা দূর করতে নতুন পন্থা অবলম্বন করছে এপার বাংলার মাছ চাষীরা। পুকুরের জলেই অনুকূল পরিবেশ তৈরি করে চাষ করা হবে ইলিশের।
পুকুরে চাষ করা হলেও এই ইলিশ স্বাদে গন্ধে পাল্লা দেবে পদ্মার ইলিশকেও। সেই সাথে দাম হবে নাগালের মধ্যে।