মাত্র ২৩ বছর বয়সেই একটি অন্যতম গুরুত্বপূর্ণ পরীক্ষায় উর্ত্তীর্ণ হয়ে ভারতের সর্বকনিষ্ঠা আইএএস অফিসার হন স্মিতা সবরওয়াল (Smita Sabharwal)।
তিনি আইএএস পরীক্ষায় চতুর্থ স্থান দখল করেন। সালটি ছিল ২০০০। মুহূর্তেই জনপ্রিয় হয়ে ওঠেন।
আপনারা কি জানেন তার এই সাফল্যের পেছনে কতটা পরিশ্রম আছে? তার রেজাল্ট কেমন ছিল?
পশ্চিমবঙ্গের দার্জিলিং-এ জন্ম স্মিতার, যার বাবা ছিলেন একজন কর্নেল।
স্মিতা হায়দ্রাবাদের সেকেন্দ্রাবাদের সেন্ট অ্যানস হাই স্কুলে পড়াশোনা করতেন।
১৯৯৫ সালে তিনি CISCE ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট পরীক্ষা দেন। আর এই রেজাল্টটি ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়।
ইংরাজি ও হিন্দিতে পান ১০০-তে ৯৪। অর্থনীতিতে ১০০-তে ৯০ পেয়েছিলেন।