বর্তমানে প্রায় প্রতিটি গুরুত্বপূর্ণ অফিসিয়াল কাজের ক্ষেত্রেই আধার কার্ড সাবমিট করা বাধ্যতামূলক হয়ে উঠে ছে।
আর এই কাজের জন্য আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বারের লিঙ্ক করিয়ে রাখাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তবে অনেকে একাধিক মোবাইল নম্বর ব্যবহার করায় আদতে কোন নম্বরটি আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করিয়েছেন তা ভুলে যান।
এই দুটি সাধারণ উপায়ে জেনে নেওয়া যাবে যে কোন বিশেষ মোবাইল নম্বরটি আধার কার্ডের সঙ্গে লিঙ্ক রয়েছে।
সবার প্রথমে ‘ইউআইডিএআই’-এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ‘মাই আধার’ অপশনে ক্লিক করতে হবে। তার পর ‘ভেরিফাই ইমেল’ বা ‘মোবাইল নম্বর’-এ ক্লিক করতে হবে।
এরপর আধার নম্বর, মোবাইল নম্বর ও ক্যাপচা পূরণ করে ‘এন্টার’ বোতামে ক্লিক করলে মোবাইল নম্বরটি যদি আধারের সঙ্গে যুক্ত থাকে, তাহলে সেটি জানিয়ে দেওয়া হবে।
আর দ্বিতীয় পদ্ধতি হলো কেন্দ্রের তথ্য ও প্রযুক্তি মন্ত্রকের পোর্টাল ‘টেলিকমিউনিকেশন ফ্রড ম্যানেজমেন্ট অ্যান্ড কনসিউমার প্রোটেকশন’ (টিএএফসিওপি) এর দ্বারা যাচাই করা।
প্রথমে ওই ওয়েবসাইটে গিয়ে ‘কিপ ইওরসেল্ফ অ্যাওয়ার’ অপশানে গিয়ে মোবাইল নম্বর ও ক্যাপচা দিলে মোবাইলে ওটিপি আসবে। ওটিপি দিয়ে লগ ইন করলে দেখিয়ে দেবে ওই নম্বরের সাথে আধারের লিঙ্ক আছে কি না।