বর্ষাকালে চারিপাশ ভেজা ভেজা থাকে। এমনকি ঘরের ভেতরে আর্দ্র হয়ে যায়, যা পোকামাকড়েরে উপদ্রব বাড়ায়।
এই পোকা যে মানুষের খুব বড় ক্ষতি করে তেমনটি নয়। তবে রান্নাঘরে এদের প্রচন্ড উৎপাত লক্ষ্য করা যায়।
বর্ষাকালে রান্নাঘর যেন সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। হাইজিন বজায় রাখতে হবে।
রান্নাঘরের আলোতে বেশি করে পোকামাকড় আসে। তাই দরজা-জানলা গুলোতে কালো চাদর ঝুলিয়ে রাখা যেতে পারে।
পোকামাকড় দূর করার একটি সহজ উপায় হল গোলমরিচ ছড়িয়ে রাখা বা নিম তেল স্প্রে করা।
জলের মধ্যে পাতি লেবুর রস ও বেকিং সোডা ভালো করে মিশিয়ে স্প্রে করলে পোকামাকড় দূর হয়।