রোজ বৃষ্টিতে কি আপনার প্রিয় বাইক ভিজে যাচ্ছে? যত্ন নেওয়ার পাঁচটি টিপস দিলেন মেকানিক।
দীর্ঘক্ষণ বৃষ্টিতে বাইক ভেজানো এড়িয়ে চলুন। আপনার বাইকটি ভিজে গেলে দ্রুত ঘরে এনে শুকিয়ে নিন।
বাইকে কভার ব্যবহার করুন। বৃষ্টির জল থেকে বাইক রক্ষা পাবে।
বাইকের চেইন লুব্রিকেন্ট করুন। নয়তো চেনে মরচে ধরতে পারে।
বাইক পরিষ্কার রাখুন। বৃষ্টির পর বাইকে থাকা ময়লা ধুয়ে ফেলুন।
ধাতব অংশে মরচে পড়া থেকে থেকে রক্ষা করুন। অ্যান্টি রাস্ট্র স্প্রে ব্যবহার করুন।
বাইকের ব্যাটারির যত্ন নিন। বৃষ্টির জল ব্যাটারির ক্ষতি করতে পারে।
অবশ্যই বাইকের ব্রেক পরীক্ষা করুন। বৃষ্টিতে ব্রেকের কার্যকারিতা কমে যেতে পারে।
আরও পড়ুন. . .
Learn more