নতুন ফোন কিনছেন? ফোনটি আদৌ টেকসই হবে তো? কি করে বুঝবেন?

অনেকগুলো টাকা ইনভেস্ট করে কখনোই দুম করে ফোন কেনা উচিৎ নয়। বেশ কিছু বিষয় নজরে রাখতে হবে ফোন কেনার আগে।

প্রথমেই দেখতে হবে অপারেটিং সিস্টেম। ফোনের সফটওয়্যার কিন্তু জরুরি। দেখে নিন সেটি আইওএস নাকি অ্যান্ড্রয়েড!

দ্বিতীয়ত, দেখতে হবে প্রসেসারটি কেমন। স্ন্যাপড্রাগন বা মিডিয়াটেক-ই বর্তমানে ভালো।

তৃতীয়ত, ফোনের ডিসপ্লে ভীষনই গুরুত্বপূর্ণ। সেটি ফুল HD, QHD নাকি ৪K, বা রেজিলিউশন কেমন জেনে নিতে হবে।

চতুর্থত, ফোনের ক্যামেরা ভালো না হলে গ্রাহকের মন খারাপ হয়ে যায়। তাই ক্যামেরার কত এমপি-এর, ছবি কেমন তা দেখে নিন।

সবশেষে যেটি খুব গুরুত্বপূর্ণ, তা হল - ব্যাটারি। ৩০০০mAh বা তার বেশি থাকা ভালো।