বর্তমানের অতি মূল্যবান জিনিসের মধ্যে একটি হল রান্নার গ্যাস। তবে এই রামবাণ উপায়ে কখনোই ফুরাবে না রান্নার গ্যাস।

দিন দিন যে হারে জিনাসপত্রের দাম বেড়ে চলেছে তাতে সাধারণ মানুষের সংসার চালাতে গিয়ে নাভিশ্বাস উঠে যাচ্ছে।

ওদিকে হু হু করে বাড়ছে পেট্রোল, ডিজেল সহ রান্নার গ্যাসের দাম। যার ফলে আরও বিপাকে পড়ছে আমজনতা।

চার-পাঁচ জনের সংসার হলে মোটামুটি মাস প্রতি দেড় খানা গ্যাস লেগে যায়। যত বেশি ব্যবহার করবেন তত তাড়াতাড়ি খালি হবে সিলিন্ডার।

এই ক’টি উপায় মেনে চললে বহুদিন একটি সিলিন্ডারেই চলে যাবে। প্রথমেই রান্নার করুন মাঝারি আঁচে ঢেকে ঢেকে রান্না করুন।

গ্যাস বার্নার থেকে নির্গত আগুনের শিখার রং নীলই হবে। তাই মাঝে মাঝেই গ্যাস বার্নারগুলিকে পরিষ্কার রাখুন।

সর্বদা গ্যাসে শুকনো পাত্র ব্যবহার করুন।। এছাড়া পাত্রের নিচে তেল-কালি থাকলে তা পরিষ্কার করে তারপরেই ব্যবহার করুন।