প্যারিসে বসেছে সামার অলিম্পিক ২০২৪ এর আসর। আর গোটা বিশ্ব এখন ভুগছে সেই অলিম্পিক জ্বরে।
দেশ বিদেশ থেকে বহু অ্যাথলিটরা এসেছেন এই অলিম্পিক গেমসে অংশ নিতে। তাদের মধ্যে কেউ জিতছেন পদক, কেউবা ফিরছেন খালি হাতে।
তেমনই পদক জিতেছেন তুরস্কের ইউসুফ ডিকেচ। তিনি ২৫ মিটার পিস্তল শুটিংয়ের মিক্সড ডাবলসে রুপো জিতেছেন।
তবে ডিকেচের রুপোর মেডেল জেতা ইতিমধ্যেই ছাড়িয়ে গিয়েছে ওই ইভেন্টে সোনা জেতা প্রতিপক্ষ বা তার সহ প্রতিযোগিনী সেভাল ইলায়দা তারহানকে।
তার বেড়াতে আসা ভাব ভঙ্গিমায় প্রতিযোগিতায় নেমে রূপো জিতে নেওয়া অবাক করেছে গোটা বিশ্বকে।
এক পকেটে হাত গুঁজে কোনরকম ইয়ার প্লাগ বা চোখের লেন্স ছাড়াই, খালি চোখে চশমা পরে প্রতিযোগিতায় অংশ নিয়ে রূপো জিতে নিয়েছেন ডিকেচ।
২০০৮ সাল থেকে অলিম্পিকে অংশ নিলেও এই প্রথমবার তিনি কোন মেডেল জিতলেন। তবে অলিম্পিকে প্রথমবার হলেও তার শুটিং ক্যারিয়ারের সাফল্যের তালিকাটা কিন্তু বেশ লম্বা।
তবে ইউসুফ ডিকেচ শুটিংয়ের বাইরেও তুর্কি গেন্দারমেরি-র একজন ঊর্ধ্বতন চিফ ওয়ারেন্ট অফিসার।