দেশী উপায়ে ঠাণ্ডা, Thresher মেশিন দিয়ে অভিনব যন্ত্র আবিষ্কার

নিজস্ব প্রতিবেদন : গ্রীষ্মকালে আমজনতার টেকা দায় হয়ে পড়ে। বিশেষ করে এই বছর যে ভাবে তাপমাত্রার পারদ উর্দ্ধগগনে ঠেকেছে তা সত্যিই কষ্টকর। এমন পরিস্থিতিতে বাড়িতে, বাইরে সব জায়গাতে টেকা দায় হয়ে পড়ছে। এসি ছাড়া যেন উপায় নেই।

এই গরমের মতো পরিস্থিতিতে আবার বিয়ে বাড়ি বা কোন অনুষ্ঠানে কি ভয়ানক পরিস্থিতি হতে পারে তা আন্দাজ করাই যায়। গরমে বিয়ে বাড়িতে ভালো-মন্দ খাবার থাকলেও তা শান্তিতে খাওয়া যায় না। গরমে নাজেহাল অবস্থা হয়ে দাঁড়ায়। তবে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে যাতে দেখা যাচ্ছে, দেশী উপায়ে প্যান্ডেল ঠান্ডা রাখার পদ্ধতি।

জানা গিয়েছে, অভিনব উপায় ঠান্ডা রাখার ব্যবস্থা করা হয় একটি বিয়ে বাড়ির প্যান্ডেলে। যেখানে আগত অতিথিদের আরাম দেওয়ার জন্য এমন ব্যবস্থা গ্রহণ করা হয়। তবে এই ব্যবস্থা যেমন দেশি প্রযুক্তি, ঠিক তেমনই আবার তা দেখে অবাক হয়েছেন অনেকেই।

এই বিয়ে বাড়ির প্যান্ডেল ঠান্ডা রাখার জন্য যে পদ্ধতি অবলম্বন করা হয়েছে তা দেখলে যেমন চমকে যাবেন ঠিক তেমনি আবার বুদ্ধির তারিফও করতে হবে। এই পদ্ধতি অবলম্বন করার জন্য বিয়ে বাড়ির প্যান্ডেলের কাছে বসানো হয়েছে একটি Thresher মেশিন। এই মেশিন মূলত চাষবাসের কাজে লাগানো হয়। ধান, গম এবং অন্যান্য ফসল ঝাড়াই করার জন্য এই মেশিনের ব্যবহার করা হয়ে থাকে।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, এই Thresher মেশিন বসানো হয়েছে একটি তৈরি করা জলাধারের উপর। কারণ জলের হাওয়া সবসময় ঠান্ডা থাকে। আর তাতেই লক্ষ্য করা যাচ্ছে আগত অতিথিরা তীব্র গরমে একে একে নিজেদের ঠান্ডা করে নিচ্ছেন। অভিনব এই উপায়ের ভিডিও স্বাভাবিকভাবেই আলাদা করে নজর কেড়েছে নেট দুনিয়ায়।