বাংলায় বিধানসভা ভোটের দিন ঘোষণা, কত দফায় ভোট, রইলো সমস্ত কিছু

নিজস্ব প্রতিবেদন : দীর্ঘ প্রতীক্ষার অবসান। আর এই অবসান ঘটাতে শুক্রবার বিকাল বেলায় সাংবাদিক বৈঠক করেন মুখ্য নির্বাচন কমিশনার সুনিল আরোরা। পশ্চিমবঙ্গ ছাড়াও আরও পাঁচ রাজ্য তামিলনাড়ু, কেরল, আসাম এবং পদুচেরীর বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করলো নির্বাচন কমিশন। চলুন দেখে নেওয়া যাক বাংলায় বিধানসভা নির্বাচনের দিনক্ষণ এবং দফা সম্পর্কে কি বললেন মুখ্য নির্বাচন কমিশনার সুনিল আরোরা।

সাংবাদিক বৈঠকে এদিন মুখ্য নির্বাচন কমিশনার সুনিল আরোরা বলেন, “কোভিড প্রোটোকল মেনে নির্বাচন করা হবে। পশ্চিমবঙ্গে ভোটের মেয়াদ শেষ হবে ৩০ শে মে। পশ্চিমবঙ্গে বুথের সংখ্যা বৃদ্ধি করা হয়েছে ৩১.৬৫%। আগে যেখানে মোট বুথের সংখ্যা ছিল ৭৭৪১৩, সেই জায়গায় এই নির্বাচনে বুথের সংখ্যা থাকবে ১,০১,৯১৬টি। কারোর বয়স ৮০ বছরের বেশি হলে তিনি পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন।”

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন

পশ্চিমবঙ্গে ৮ দফায় ভোট গ্রহণ হবে। ভোটের ফলাফল ঘোষণা করা হবে ২ মে। ভোট শুরু হবে ২৭ শে মার্চ। প্রথম দফা ২৭ মার্চ। দ্বিতীয় দফা ১লা এপ্রিল। তৃতীয় দফা ৬ এপ্রিল। চতুর্থ দফা ১০ এপ্রিল। পঞ্চম দফা ১৭ই এপ্রিল। ষষ্ঠ দফা ২২ শে এপ্রিল। সপ্তম দফা ২৬ এপ্রিল এবং অষ্টম দফা ২৯ এপ্রিল।

প্রথম দফায় ভোট গ্রহণ হবে ৩০টি আসনে। পুরুলিয়া, বাঁকুড়া-১, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর-১, পূর্ব মেদিনীপুর-১।

দ্বিতীয় দফায় গ্রহণ হবে ৩০টি আসনে। বাঁকুড়া-২, পশ্চিম মেদিনীপুর-২, পূর্ব মেদিনীপুর-২, দক্ষিণ ২৪ পরগনা-১।

তৃতীয় দফায় ভোট গ্রহণ হবে ৩১ টি আসনে। হাওড়া, হুগলি-১, দক্ষিণ ২৪ পরগণা-২।

চতুর্থ দফায় ভোট গ্রহণ হবে ৪৪টি আসনে। হাওড়া-২, হুগলি-২, দক্ষিণ ২৪ পরগনা-৩, আলিপুরদুয়ার, কোচবিহার।

পঞ্চম দফায় ভোট গ্রহণ হবে ৪৫টি আসনে। উত্তর ২৪ পরগনা-১, নদিয়া-১, পূর্ব বর্ধমান-১, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি।

ষষ্ঠ দফায় ভোট গ্রহণ হবে ৪৩ টি আসনে। উত্তর ২৪ পরগনা-১, নদিয়া-১, পূর্ব বর্ধমান-১, উত্তর দিনাজপুর।

সপ্তম দফায় ভোট গ্রহণ হবে ৩৬ টি আসনে ভোট। মালদহ-১, মুর্শিদাবাদ-১, পশ্চিম বর্ধমান, কলকাতা দক্ষিণ, দক্ষিণ দিনাজপুর।

অষ্টম দফায় ভোট গ্রহণ হবে ৩৫টি আসনে। মালদহ-২, মুর্শিদাবাদ-২, কলকাতা উত্তর, বীরভূম।