ক্যাম স্ক্যানারের বিকল্প মোবাইল অ্যাপ এনে চমক দিলো পশ্চিমবঙ্গ সরকার

নিজস্ব প্রতিবেদন : ভারত-চীন সীমান্ত সংঘাতের পর সীমান্তে দুই দেশই নিজেদের শক্তি বৃদ্ধি করে চলেছে। চীনকে চরম বার্তা দিতেই ভারত সরকার ৫৯টি চীনা অ্যাপের ব্যবহার ভারতে নিষিদ্ধ ঘোষণা করে। আন্তর্জাতিক স্তরে দেশীয় অ্যাপ তৈরি করতে প্রযুক্তিবিদদের উৎসাহী করেছেন খোদ নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী বলেছেন ভারতীয় প্রযুক্তিবিদরা অ্যাপ তৈরি করলে তিনি যথাসম্ভব সাহায্য করবেন এবং তাদের তৈরি করা অ্যাপ তিনি নিজেও ব্যবহার করবেন। এই পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায় আরও দুই কদম এগিয়ে পদক্ষেপ নিলেন। সোমবার নবান্নে দাঁড়িয়ে তিনি ক্যাম স্ক্যানারের বিকল্প হিসেবে ‘সেল্ফ স্ক্যান’ অ্যাপ চালু করার কথা বললেন।

এই অ্যাপ কী ভাবে আপনাকে সহায়তা করবে?

নিজের নিজের ছবি তুলে এখানে স্ক্যান করা যাবে।

যেকোন ডকুমেন্ট এখানে স্ক্যান করা যাবে।

এতে কোন ডকুমেন্ট স্ক্যান করার পর সেটি ইডিট করা যাবে।

এই অ্যাপে ব্যবহার করা ডকুমেন্ট এডিট করার সুবিধা থাকার ফলে ব্যবহারকারীর কোনো তথ্য সার্ভারে জমা হয় না।

এখানে ব্যক্তিগত তথ্যগুলি সম্পূর্ণ সুরক্ষিত থাকবে।

এই অ্যাপটির ফলে আপনার কোন তথ্য হ্যাক হওয়ার সম্ভাবনা নেই।

সর্বোপরি এই অ্যাপটি সম্পূর্ণ বিনামূল্যেই ব্যবহার করা সম্ভব।

এই রাজ্য, এই দেশ ও এই পৃথিবীর যেকোন প্রান্তের মানুষই এই অ্যাপটি ব্যবহার করতে পারবেন।

এই অ্যাপটি যেহেতু সরকারের দ্বারা প্রস্তুত, তাই এটির ব্যবহার সম্পূর্ণভাবে নিরাপদ।

এই অ্যাপের সূচনা করার সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, এই অ্যাপের ফলে আপনাকে বাড়ির বাইরে বেরোতে হবে না। আপনি ঘরে বসেই গুরুত্বপূর্ণ ডকুমেন্ট স্ক্যান করতে পারবেন। মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা অনুযায়ী, “বাইরে যাওয়ার কোন দরকার নেই। সেলফ স্ক্যান এই ধরনের অন্যান্য বাজার চলতি স্ক্যান অ্যাপের তুলনায় আরও উন্নত সুবিধাজনক এবং সুরক্ষিত। এতে স্ক্যান করা ডকুমেন্ট এডিট করা যায়। এতে ব্যবহারকারীর কোন তথ্য সার্ভারে জমা হয় না‌ অর্থাৎ এটি একটি সম্পূর্ণ সুরক্ষিত অ্যাপ‌। ব্যবহারকারীর তথ্য সার্ভারে জমা হয় না। এটি ব্যক্তিগত এবং নিরাপদ। এটি সম্পূর্ণ বিনামূল্যে। বিজ্ঞাপন নেই। এটি সম্পূর্ণভাবে আমাদের বাংলার আইটি ডিপার্টমেন্ট তৈরি করেছে। আমি তাদের অভিনন্দন জানাই।”

দেশীয় অ্যাপ প্রস্তুত সম্পর্কে মাননীয় মুখ্যমন্ত্রী বলেন, “কোন অ্যাপ ব্যবহার করবেন, কোন অ্যাপ ব্যবহার করবেন না এই নিয়ে নানারকম বিতর্ক চলছে। সেই তর্ক বিতর্কে না গিয়ে আমি তো নিশ্চয়ই চাইবো আমাদের দেশেরটা হোক। স্বদেশীয়ানার ক্ষেত্রে বাংলায় পথ দেখাবে।আজ বাংলা যেটা ভাবে গোটা পৃথিবী কাল সেটা ভাববে। আমি অভিনন্দন জানাচ্ছি সকলকে। স্ক্যান অ্যাপ মানেই সেল্ফ স্ক্যান। নিজের নিজের ছবি তুলুন, তারপর নিজেই স্ক্যান করুন। সযত্নে রক্ষা করুন।কোনো পয়সা লাগবে না। কিছুই লাগবে না। এটা আপনার ঘরের জিনিস তো, তাই এটি আপনার কাছেই থাকবে‌। ওখানে গিয়ে কেউ নাক গলাতে পারবে না‌ আপনার গোপনীয়তার অধিকার কেউ কেড়ে নিতে পারবে না।”

এরপর মুখ্যমন্ত্রী এই অ্যাপের ব্যবহার সম্পর্কে বলেন, এই অ্যাপ আমাদের রাজ্যে তৈরি করা হলেও গোটা পৃথিবীর মানুষই অ্যাপটি ব্যবহার করতে পারবেন। কারণ যা ভালো তাকে সকলের সাথেই ভাগ করে নিতে হয়, ভালো কে কখনো একার অধিকারে কুক্ষিগত করে রাখা যায় না, তা সর্বদাই সর্বজনীন। মাননীয়ার কথায়, “এই অ্যাপ সবাই ব্যবহার করুন বাংলা তৈরি করলে এই অ্যাপটা পৃথিবী জুড়েই চলবে। সারা পৃথিবীর ছেলেমেয়েরা এই অ্যাপটা ব্যবহার করতে পারবে। যেটা ভালো সেটা সবাই গ্রহণ করতে পারে। আমাদের ভালো আপনারাও গ্রহণ করুন।”

Meeting with representatives of Cine-Tele industries and launching of numerous initiatives from Nabanna

Posted by Mamata Banerjee on Monday, 6 July 2020

এই ভাবেই দেশীয় অ্যাপ তৈরি করে দেশের মধ্যে পশ্চিমবঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রী এক উদাহরণ তৈরি করলেন। এক অর্থে তিনি প্রধানমন্ত্রীর আত্মনির্ভর ভারতের স্বপ্নকেই সাকার করলেন। এর সাথে সাথে মাননীয়া প্রমাণ করলেন, চিন্তা ভাবনায়, বিজ্ঞানে আমাদের বাংলা কতখানি এগিয়ে। তার এই সাধু উদ্যোগের জন্য কোনো প্রশংসাই আসলে যথেষ্ট নয়।