ধেয়ে আসছে ঘূর্ণিঝড় অশনি, বাংলার কোন কোন জেলায় হতে পারে বৃষ্টি

নিজস্ব প্রতিবেদন : আন্দামান সাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হওয়ার পর এখন শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড়ে পরিণত হতে চলেছে। ঘূর্ণিঝড়ে পরিণত হলে এর নাম হবে অশনি। শ্রীলঙ্কা এই নামকরণ করেছে। তবে প্রশ্ন হল এই ঘূর্ণিঝড়ের প্রভাব কতটা পড়বে বাংলায়?

বাংলায় এই ঘূর্ণিঝড়ের প্রভাব কতটা পড়বে তা সম্পর্কে এখনও সেভাবে কিছুই জানা যায় নি। গভীর নিম্নচাপে পরিণত হওয়ার পর স্পষ্ট হবে বাংলায় এর প্রভাব নিয়ে। মৌসম ভবন যদিও এখন থেকেই উপকূলবর্তী এলাকার মৎস্যজীবীদের সতর্ক থাকতে বলেছে। এর পাশাপাশি সতর্ক রয়েছে নবান্ন।

দক্ষিণ আন্দামান সাগর এবং দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর পার্শ্ববর্তী এলাকায় তৈরি হওয়া এই ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হওয়ার পর উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। পাশাপাশি আজ অর্থাৎ রবিবার এই ঘূর্ণাবর্ত ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।

এই পরিস্থিতিতে রবিবার থেকেই আবহাওয়ার আমূল পরিবর্তন লক্ষ্য করা যাবে। যদিও এই নিম্নচাপের ল্যান্ডফল হবে কিনা তা নিয়ে এখনও পর্যন্ত হাওয়া অফিসের তরফ থেকে নিশ্চিতভাবে কিছু জানানো হয়নি। আর এই নিম্নচাপের প্রভাবে মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত গাঙ্গেয় পশ্চিমের বৃষ্টিপাত হবে।

এই ঘূর্ণিঝড় সরাসরি পশ্চিমবঙ্গের উপর না পড়লেও এর প্রভাব লক্ষ্য করা যাবে বলে জানানো হয়েছে। মঙ্গলবার ভোর থেকে শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। উপকূলের দুই জেলা পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা ও ওডিশা লাগোয়া জেলায় বইতে পারে ঝোড়ো হাওয়া। এই হাওয়ার গতিবেগ নির্ভর করবে সাইক্লোনের ক্ষমতার উপর।