বাড়ছে সংক্রমণ, বাংলায় বেড়ে গেল লকডাউনের মেয়াদ

Madhab Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : রাজ্যে উত্তরোত্তর বেড়েই চলেছে করোনা ভাইরাসের সংক্রমণ। কড়া ব্যবস্থা নিয়েও লাগাম টানা যাচ্ছে না এই সংক্রমণে। যে কারণে গত সপ্তাহের মঙ্গলবার রাজ্য সরকারের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয় ৯ই জুলাই বিকাল ৫ টা থেকে রাজ্যের কনটেইনমেন্ট জোনগুলিতে কড়া লকডাউন জারি করা হবে। লকডাউনের বিষয়ে নির্দেশিকা জারি করেন রাজ্যের অতিরিক্ত মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। তবে সে সময় জানানো হয়নি ঠিক কত দিন চলবে এই লকডাউন। এরপর গত সপ্তাহের বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন ৯ তারিখ থেকে ৭ দিনের জন্য চিহ্নিত করা কনটেইনমেন্ট জোনএলাকাগুলিতে লকডাউন চলবে। তারপর পরিস্থিতি বিবেচনা করে নতুন সিদ্ধান্ত নেওয়া হবে।

Advertisements

Advertisements

তবে বর্তমান পরিস্থিতির কথা বিবেচনা করে রাজ্য সরকারের তরফ থেকে মঙ্গলবার নতুন করে সিদ্ধান্ত নেওয়া হলো ওই সকল এলাকাগুলিতে ১৯শে জুলাই পর্যন্ত সম্পূর্ণ লকডাউন জারি থাকবে। লকডাউনের বিষয়ে নতুন নির্দেশিকার সিদ্ধান্ত কার্যকর হবে আগামীকাল অর্থাৎ ১৫ই জুলাই থেকে। লকডাউনের মেয়াদ বৃদ্ধি করার বিষয়ে মঙ্গলবারই নতুন করে নির্দেশিকা জারি করেন রাজ্যের অতিরিক্ত মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। যে নির্দেশিকা ইতিমধ্যেই পাঠিয়ে দেওয়া হয়েছে রাজ্যের DG, IGP, কলকাতা পৌর নিগমের প্রশাসক, কলকাতা পুলিশের পুলিশ কমিশনার এবং প্রতিটি জেলার জেলাশাসকদের।

Advertisements

প্রসঙ্গত, মঙ্গলবার রাজ্য স্বাস্থ্য ভবনের তরফ থেকে যে রিপোর্ট দেওয়া হয়েছে তাতে দেখা গেছে গত ২৪ ঘন্টায় রাজ্যে মোট করোনা সংক্রামিত হয়েছেন ১৩৯০ জন। যার পরে রাজ্যের মোট করোনা সংক্রমণের সংখ্যা দাঁড়ালো ৩২ হাজার ৮৩৮। আর পাশাপাশি রাজ্যে কনটেইনমেন্ট জোনের সংখ্যা বেড়েছে গত সপ্তাহের কনটেইনমেন্ট জোনের তুলনায় ১৩৭টি। গত সপ্তাহে কনটেইনমেন্ট জোন ছিল ৪৩৪টি। বর্তমানে রাজ্যের মোট কনটেইনমেন্ট জোনের সংখ্যা হলো ৫৭১টি।

Advertisements