হোম আইসোলেশনে থাকা রোগীদের জন্য ২৪x৭ হেল্পলাইন চালু করলো রাজ্য সরকার

Madhab Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : রাজ্যে প্রতিনিয়ত বেড়েই চলেছে করোনা সংক্রমণের সংখ্যা। আর এই সংখ্যাটা দিন দিন বাড়লেও রাজ্যের মুখ্য সচিব রাজীব সিনহা জানান, ভীত হওয়ার কিছু নেই। কারণ রাজ্যের ৭২ শতাংশ রোগী মৃদু উপসর্গ যুক্ত। আর মাত্র ৬০৭ জনের অবস্থা নিয়ে ভাবনা চিন্তা করতে হচ্ছে রাজ্য সরকারকে। যাদের শারীরিক পরিস্থিতি খারাপ। আর রাজ্যের করোনা আক্রান্ত এই বিপুলসংখ্যক মানুষ যারা মৃদু উপসর্গযুক্ত তারা বাড়িতে বা হোম আইসোলেশনে রয়েছেন। এই হোম আইসোলেশনে রোগীদের সুবিধার্থেই এবার রাজ্য সরকার চালু করল ২৪x৭ হেল্পলাইন নম্বর।

Advertisements

Advertisements

শনিবার নবান্নের সাংবাদিক বৈঠক করে রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহা জানান, “এই বিপুল সংখ্যক রোগী যারা হোম আইসোলেশনে রয়েছেন তাদের মধ্যে একটা প্রশ্ন ছিল কিভাবে তারা চিকিৎসা সংক্রান্ত পরামর্শ অর্থাৎ মেডিকেল গাইড পাবেন? তাদের এই সকল প্রশ্নের কথা ভেবেই রাজ্য সরকার একটি হেল্পলাইন নম্বর চালু করার সিদ্ধান্ত নিয়েছে। যে সিদ্ধান্ত অনুসারে ওই সমস্ত রোগীদের জন্য ২৪x৭ হেল্পলাইন নম্বর চালু করা হলো। এখন থেকে ১৮০০৩১৩৪৪৪২২২ নম্বরে যেকোনো সময় ফোন করে হোম আইসোলেশনে থাকা রোগীরা চিকিৎসা সংক্রান্ত পরামর্শ পাবেন।”

Advertisements

পাশাপাশি এদিন সাংবাদিক বৈঠকে রাজীব সিনহা জানান, “হোম আইসোলেশনে থাকা অবস্থায় যদি কোনো রোগীর শারীরিক অবস্থার অবনতি হয় তাহলে ওই সমস্ত রোগীরা ওই নম্বরে ফোন করে জানালেই সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্স পাঠিয়ে দেওয়া হবে। অ্যাম্বুলেন্স পাঠিয়ে দেওয়ার পাশাপাশি প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে রাজ্য স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে।”

পাশাপাশি এ দিনের বৈঠকে মুখ্য সচিব আরও জানান যে, “রাজ্যজুড়ে আপাতত নতুন করে লকডাউন জারি করার কোনো রকম পরিকল্পনা নিচ্ছেনা রাজ্য সরকার। কেবলমাত্র কনটেইনমেন্ট জোনগুলিতেই লকডাউন চলবে। পরিস্থিতি দিন কয়েকের মধ্যেই স্বাভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে। যে সমস্ত জায়গায় স্বাস্থ্যবিধি ঠিকঠাক মানা হচ্ছে না সে সকল জায়গাতেই সংক্রমণ বেশি।”

Advertisements