রাজ্য মন্ত্রিসভায় রদবদলের জল্পনা, কারা পাবেন জায়গা

নিজস্ব প্রতিবেদন : আজ অর্থাৎ বৃহস্পতিবার রয়েছে রাজ্য মন্ত্রিসভার বৈঠক। এদিনের এই মন্ত্রিসভার বৈঠক ঘিরে রদবদলে নিয়ে শুরু হয়েছে চরম জল্পনা। কারণ গত সোমবার মন্ত্রিসভার মন্ত্রীদের নিয়ে বৈঠক করেছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর আবার এই বৈঠক ঘিরেই এই জল্পনা শুরু হয়েছে।

এত অল্প সময়ের মধ্যে পরপর দুবার ক্যাবিনেট মন্ত্রীদের নিয়ে বৈঠক সচরাচর দেখা যায় না। যে কারণেই রদবদল সংক্রান্ত জল্পনা শুরু হয়েছে। যদিও কতদিনের অন্তর মন্ত্রিসভার বৈঠক ডাকা হয় অথবা হয় না তা নিয়ে সংবিধানের কোন উল্লেখ নেই। তবে সাধারণত ১৫ দিন অন্তর অন্তর এই বৈঠক ডাকা হয়ে থাকে।

রাজনৈতিক মহলের অনেকেই মতামত পোষণ করছেন, রাজ্য মন্ত্রিসভায় রদবদল নিয়ে কানাঘুষো যা শোনা যাচ্ছে তাতেই হয়তো সিলমোহর পড়তে পারে বৃহস্পতিবার। যদিও সে রকম ঘোষণা না হলেও একটি রদবদল যে আসতে পারে তা নিয়ে একপ্রকার নিশ্চিত রাজনৈতিক মহলের বিশেষজ্ঞরা। সেই রদবদল হয়তো আগামী সপ্তাহের মধ্যেই স্পষ্ট হয়ে যাবে।

রাজ্য মন্ত্রিসভায় রদবদল নিয়ে যার নাম জায়গা পেতে পারে বলে মনে করা হচ্ছে তিনি হলেন বাবুল সুপ্রিয়। সম্প্রতি তিনি পদ্মবন ছেড়ে তৃণমূলে নাম লিখিয়েছেন এবং তারপর বালিগঞ্জ বিধানসভা থেকে জয়লাভ করে বিধায়ক হয়েছেন। অতীতে কেন্দ্রীয় মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ পদ সামলানোর অভিজ্ঞতা রয়েছে তার। সেক্ষেত্রে বাবুল সুপ্রিয়কে মন্ত্রিসভায় আনা হতে পারে বলে গুঞ্জন ছড়াচ্ছে।

এর পাশাপাশি উঠে আসছে তাপস রায়ের নাম। দীর্ঘদিনের বিধায়ক এবং পোড়-খাওয়া রাজনীতি তাপস রায়কে মন্ত্রিসভায় আনা হতে পারে বলে মনে করা হচ্ছে। এছাড়াও পার্থ ভৌমিক, ডেপুটি স্পিকার আশীষ ব্যানার্জি সহ আরও বেশ কিছু নাম উঠে আসছে।