করোনা আবহে বাড়িতে বসেই মিলবে চিকিৎসকদের পরামর্শ, রইলো নম্বর

নিজস্ব প্রতিবেদন : বর্তমান করোনা আবহে মানুষকে যতটা সম্ভব বাড়ির মধ্যে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে কেন্দ্র এবং রাজ্য সরকারের তরফ থেকে। পাশাপাশি বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন খুব জরুরি না হলে হাসপাতলে না যাওয়ার। সে ক্ষেত্রে বাড়িতে বসেই চিকিৎসা সম্বন্ধীয় পরামর্শ দেওয়ার জন্য লকডাউন চলাকালীন রাজ্যের বিভিন্ন চিকিৎসকেরা তাদের ফোন নম্বর দিয়েছিলেন। নির্দিষ্ট সময়ের পরিপ্রেক্ষিতে ফোন মারফৎ সেই সকল চিকিৎসকদের থেকে চিকিৎসা সম্বন্ধীয় পরামর্শ নেওয়া যাবে বলে জানানো হয়েছিল।

পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বর্তমান পরিস্থিতিতে হাসপাতালে ভিড় কমানোর জন্য ফোন মারফত চিকিৎসকদের পরামর্শ মিলবে বলেও জানিয়েছিলেন। হাসপাতাল এবং বিভিন্ন প্রাইভেট চিকিৎসা কেন্দ্রগুলিতে বর্তমান পরিস্থিতিতে করোনা উপসর্গ ছাড়া অন্যান্য চিকিৎসার ক্ষেত্রে চিকিৎসকদেরও টান লক্ষ্য করা গেছে। আর এমন পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী অবশেষে চালু হলো ফোন মারফত চিকিৎসা সম্বন্ধীয় পরামর্শ দেওয়ার পরিষেবা ‘টেলিমেডিসিন’। আর এই পরিষেবা চালু হওয়ার পরে রাজ্য স্বাস্থ্য ভবনের তরফ থেকে একটি ফোন নম্বর দেওয়া হয়েছে। যে ফোন নম্বরে ফোন করলে আপনি সরাসরি চিকিৎসকের সাথে কথা বলতে পারবেন।

রাজ্য স্বাস্থ্য ভবনের তরফ থেকে প্রকাশ করা ফোন নম্বরটি হলো ০৩৩২৩৫৭৬০০১। এই নম্বরে ফোন করলে আপনি বেশ কয়েকটি অপশন শুনতে পাবেন। সেক্ষেত্রে আপনার যেটি প্রয়োজন সেই নম্বর প্রেস করতে হবে। যেমন আপনাকে বলা হবে হাসপাতালে ভর্তি সংক্রান্ত সহায়তার জন্য ‘১’ ডায়াল করতে, কোভিড-১৯ সংক্রান্ত তথ্যের জন্য ‘২’ ডায়াল করুন, টেলিমেডিসিন চিকিৎসকের সাথে বলতে ‘৩’ ডায়াল করুন।

এক্ষেত্রে আপনি যে বিকল্পটি বেছে নেবেন সেই বিকল্পের পরিষেবা মিলবে এই নম্বরে। টেলিমেডিসিন চিকিৎসকদের সাথে কথা বলার জন্য ‘৩’ প্রেস বা ডায়াল করার পর আপনাকে অপেক্ষা করতে হবে। কিছুক্ষণের মধ্যেই আপনাকে যেকোনো একজন টেলিমেডিসিন চিকিৎসক সহায়তার জন্য হাজির হবেন।