নিজস্ব প্রতিবেদন : জুন মাসে কেন্দ্র সরকারের তরফ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘোষণা করেন নভেম্বর মাস পর্যন্ত কেন্দ্র সরকার দেশবাসীদের বিনামূল্যে রেশন দেবে। আর কেন্দ্র সরকারের এই ঘোষণার সাথে সাথেই পাল্টা হিসেবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ঘোষণা করেন, “নভেম্বর নয়, রাজ্যবাসীরা ২০২১ সালের জুন মাস পর্যন্ত বিনামূল্যে রেশন পাবেন।” বিনামূল্যে রেশন নিয়ে কেন্দ্র সরকারের ঘোষণার পরেই রাজ্য সরকারের পাল্টা ঘোষণায় রাজনৈতিক মহলের মন্তব্য, একুশের ভোটকে সামনে রেখেই মুখ্যমন্ত্রীর এমন ঘোষণা।
এরপর আবার একুশে জুলাই তৃণমূলের শহীদ দিবস পালনের সময় ভার্চুয়াল সভায় দলনেত্রী মমতা বন্দোপাধ্যায় ঘোষণা করেন, “আমাদের সরকার ক্ষমতায় থাকলে আজীবন ফ্রি রেশন দেওয়া হবে।” আর এই ঘোষণার পরেই রাজ্য খাদ্য দপ্তরের তরফ থেকে বুধবার ২০২১ সালের জুন মাস পর্যন্ত রাজ্যের প্রত্যেক বাসিন্দাকে বিনামূল্যে দেওয়ার বিষয়ে নির্দেশিকা জারি করা হলো।
বুধবার রাজ্য খাদ্য দপ্তরের খাদ্য সচিব পারওয়েজ অহমেদ সিদ্দিকি যে নির্দেশিকা প্রকাশ করেছেন তাতে বলা হয়েছে, কোভিড-১৯ সংক্রমণ ঠেকাতে লকডাউন জারি হওয়ার কারণে সাধারণ মানুষের সমস্যার কথা মাথায় রেখে গত ২৬শে মার্চ থেকে বিনামূল্যে রেশন দেওয়া হচ্ছিল। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগস্ট মাস থেকে আগামী বছরের ২০২১ সালের জুন মাস পর্যন্ত ওই পরিষেবা পাবেন রাজ্যের প্রতিটি বাসিন্দাকে দেওয়া হবে। বর্তমানে যে পদ্ধতিতে সাধারণ মানুষ রেশন সংগ্রহ করছেন, আগামী দিনেও সেইভাবে পাবেন। অর্থ দফতরের অনুমোদন ক্রমেই এই নির্দেশিকা জারি করা হয়েছে।
অন্যদিকে দলীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একুশে জুলাইয়ের ভার্চুয়াল সভা থেকে দাবি করেন, কেন্দ্র সরকারের তরফ থেকে রাজ্যের ৬ কোটি মানুষকে বিনামূল্যে রেশন দেওয়া হচ্ছে। আর পশ্চিমবঙ্গ সরকার আরও ৮ কোটি রাজ্যের বাসিন্দাকে বিনামূল্যে রেশন দিচ্ছে। পাশাপাশি কেন্দ্রের দেওয়ার রেশনের গুণগতমান নিয়েও অভিযোগ শোনা যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ থেকে।