ইডেনের মতোই আরও একটি স্টেডিয়াম তৈরি হবে পশ্চিমবঙ্গে, ঘোষণা নবান্নের

নিজস্ব প্রতিবেদন : ক্রিকেট প্রেমিদের জন্য বড়ই সুখবর। ইডেন গার্ডেন্সের মতই আরও একটি আন্তর্জাতিক মানের স্টেডিয়াম তৈরি হবে পশ্চিমবঙ্গে। এমনই ঘোষণা নবান্নের। এই স্টেডিয়াম তৈরীর পৌরহিত্যে রয়েছেন বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলী। সৌরভ গাঙ্গুলী পরামর্শেই স্টেডিয়াম তৈরীর পরিকল্পনা রয়েছে নবান্নের বলে মঙ্গলবার জানিয়েছে নবান্ন।

নবান্নের তরফ থেকে জানানো হয়েছে, হাওড়ার পদ্মপুকুরে তৈরি হবে একটি আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম, ইডেন গার্ডেন্সে ধাঁচে। ৫০ একর জমিতে তৈরি হবে এই স্টেডিয়ামটি। বর্তমানে এই জমি রয়েছে নগর উন্নয়ন দপ্তরের অধীনে। এই স্টেডিয়াম তৈরীর নকশার মূল পরামর্শদাতা হিসেবে থাকবেন সৌরভ গাঙ্গুলী। স্টেডিয়াম তৈরি নিয়ে ইতিমধ্যেই কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের সাথে এক প্রস্থ বৈঠকও হয়েছে সৌরভ গাঙ্গুলীর। জায়গাটি ঘুরেও দেখেছেন তিনি।

ভারতবর্ষের একাধিক রাজ্যে তিনটি করে আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম রয়েছে। পশ্চিমবঙ্গে আন্তর্জাতিক মানের স্টেডিয়াম মাত্র একটি। নতুন স্টেডিয়াম তৈরি হলে রাজ্যের দ্বিতীয় আন্তর্জাতিক স্টেডিয়াম হিসাবে নতুন ভেন্যু তৈরি হবে।