সুখবর, রাজ্য সরকারি কর্মচারীরা এই তারিখের মধ্যেই পেয়ে যাবেন বেতনের টাকা

নিজস্ব প্রতিবেদন : অক্টোবর মাসের শুরুতেই এবার দুর্গা পুজো। বাঙ্গালীদের শ্রেষ্ঠ উৎসব এই দুর্গোৎসবকে ঘিরে ইতিমধ্যেই তোড়জোড় শুরু হয়ে গিয়েছে রাজ্যজুড়ে। ইতিমধ্যেই দুর্গা পুজোকে ঘিরে সরকারি ছুটির দিন ঘোষণা হয়েছে। অন্যদিকে পূজোর আগে জিনিসপত্র কেনাকাটায় খরচ করতে শুরু করেছেন আমজনতা।

তবে এই পরিস্থিতিতে রাজ্যের সরকারি কর্মচারী এবং রাজ্যের সরকারি অবসরপ্রাপ্ত কর্মচারীদের সুখবর দিল রাজ্য সরকার। আগামী ৩০ সেপ্টেম্বর থেকে ১০ অক্টোবর পর্যন্ত রাজ্যের সরকারি দপ্তরগুলির ছুটি ঘোষণা করা হয়েছে। অন্যদিকে মহাষষ্ঠী এবং মহা সপ্তমী পড়েছে শনিবার ও রবিবার। এর ফলে ব্যাঙ্কে আর্থিক লেনদেনের ক্ষেত্রে সমস্যা হতে পারে।

পুজোর মুখে হাতে যদি টাকা না থাকে তাহলে সত্যিই সমস্যা। এই সকল সমস্ত দিক বিচার বিবেচনা করে রাজ্য সরকার সহানুভূতিশীল পদক্ষেপ গ্রহণ করেছে। রাজ্য সরকারের সিদ্ধান্ত অনুযায়ী সেপটেম্বর মাস শেষ হওয়ার আগেই তাদের অ্যাকাউন্টে ঢুকে যাবে বেতনের প্রাপ্য টাকা। বুধবার রাজ্য সরকারের তরফ থেকে এই মর্মে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

রাজ্য সরকারের বিজ্ঞপ্তি অনুসারে জানা যাচ্ছে, বেতন, অনুদান, সাম্মানিক, পারিশ্রমিক চলতি মাসের ২৮ এবং ২৯ সেপ্টেম্বরের মধ্যে দেওয়া হবে। পরের মাস অর্থাৎ অক্টোবরে বেতনের টাকা দেওয়া হবে ২১ তারিখ। অন্যদিকে রাজ্যের অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের পেনশনের টাকা সেপ্টেম্বর মাসে ঢুকবে ২৯ তারিখ এবং অক্টোবর মাসে পেনশনের টাকা না ঢুকলেও নভেম্বর মাসের শুরুতেই তা ঢুকে যাবে।

এর পাশাপাশি রাজ্য সরকারের যে সকল আর্থিক সহায়তা মূলক প্রকল্প রয়েছে অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডার, জয় বাংলা ইত্যাদির ক্ষেত্রে টাকা ঢুকবে আগামী ২৬ সেপ্টেম্বর। রাজ্য সরকারের এই সিদ্ধান্তের ফলে খুশি রাজ্যের সরকারি কর্মচারী এবং অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরা।