মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য আসছে প্রাইভেট বিমান, রইলো খুঁটিনাটি

নিজস্ব প্রতিবেদন : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য রাজ্যে আনা হচ্ছে একটি প্রাইভেট জেট। ইতিমধ্যেই এই প্রাইভেট জেট আনার জন্য টেন্ডার ডাকা হয়েছে, এমনটাই জানা যাচ্ছে। আর এই প্রাইভেট জেট ও তার টেন্ডারকে ঘিরে তৈরি হয়েছে নয়া জল্পনা। মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য এই প্রাইভেট জেট আনা হলে তা এক প্রকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হুবহু পথে হাঁটবেন তিনি তা বলাই বাহুল্য।

রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রাইভেট জেট নিয়ে টেন্ডার ডাকা হয়েছে তার একটি কপি সোশ্যাল মিডিয়ায় তুলে ধরে রাজ্য সরকারকে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চরম কটাক্ষ করেছেন। যদিও তৃণমূল তার পাল্টা স্মরণ করিয়ে দিয়েছে, প্রধানমন্ত্রী হওয়ার আগে নরেন্দ্র মোদিও গুজরাত সরকারের টাকায় এই রকম প্রাইভেট জেট নিয়ে রাজ্যে রাজ্যে ঘুরে বেড়াতেন।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য যে প্রাইভেট জেট আনার পরিকল্পনা করা হয়েছে তাতে আট থেকে দশজন বসতে সক্ষম হবেন বলে জানা গিয়েছে। যে প্রাইভেট জেট লিজে নেওয়ার পরিকল্পনা রয়েছে তা হলো ড্যাসল্ট সংস্থার ফ্যালকন ২০০০ বা সমকক্ষ। এই প্রাইভেট বিমান দিন হোক অথবা রাত, ভারতের যেকোনো জায়গায় উড়তে সক্ষম।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য যে প্রাইভেট বিমান আনার পরিকল্পনা রয়েছে তার জন্য রাজ্য সরকার প্রতিমাসে যে সংস্থার সাথে চুক্তি হবে তাকে ১০ লক্ষ টাকা করে দেবে। পাশাপাশি রাজ্য সরকার শর্ত দিয়েছে প্রতিমাসে এই বিমান ন্যূনতম ৪৫ ঘন্টা করে ব্যবহার করা হবে।

নতুন এই প্রাইভেট বিমান কবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য আনা হবে তা সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। তবে এই বিমান এলেই প্রাথমিকভাবে তিন বছর অথবা পাঁচ বছরের জন্য চুক্তি করা হবে সংস্থার সঙ্গে বলে জানানো হয়েছে।