ছুটির দিনে রদবদল, নভেম্বরে এই দিনগুলিতে বন্ধ থাকবে রাজ্যের সরকারি অফিস

নিজস্ব প্রতিবেদন : পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের (West Bengal Government) অর্থ দপ্তর থেকে আগে যে ছুটির দিন (Holidays) তালিকা প্রকাশ করা হয়েছিল সেই ছুটির তালিকায় সম্প্রতি ছোট্ট রদবদল করা হয়েছে। এই রদবদল অনুযায়ী বদলে গিয়েছে ছুটির দিন। নতুন ঘোষণা অনুযায়ী নভেম্বর মাসে কোন কোন দিন সরকারি অফিস বন্ধ থাকবে তা সম্প্রতি প্রকাশ করা হয়েছে।

ছুটির দিনের এই রদবদল প্রসঙ্গে গত ২৫ অক্টোবর একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ছটপুজোর (Chhath puja) ক্ষেত্রে আগে যে ছুটির দিন ঘোষণা করা হয়েছিল তাতে বদল আনা হয়েছে। প্রাথমিকভাবে নভেম্বর মাসের ৯ এবং ১০ তারিখ ছটপুজো উপলক্ষে ছুটি ঘোষণা করা হয়েছিল। কিন্তু সম্প্রতি সেই ছুটির দিনের পরিবর্তন করেছে রাজ্য সরকার।

নভেম্বর মাসের ছটপুজো উপলক্ষে ৯ এবং ১০ তারিখের পরিবর্তে সরকারি কর্মীদের ছুটি দেওয়া হবে ১০ এবং ১১ নভেম্বর। অর্থ দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে, ছটপুজো উপলক্ষে ১০ নভেম্বর বুধবার ছুটি থাকছে। সেই সঙ্গে ১১ নভেম্বর অর্থাৎ বৃহস্পতিবার বাড়তি ছুটি দেওয়া হচ্ছে। ওই দুদিন সমস্ত সরকারি অফিস শিক্ষাপ্রতিষ্ঠান সমস্ত কিছু বন্ধ থাকবে।

এছাড়াও নভেম্বর মাসে ছুটি রয়েছে ৪ নভেম্বর বৃহস্পতিবার কালীপুজো উপলক্ষে। কালীপুজোর পরদিন অর্থাৎ ৫ নভেম্বর শুক্রবারও ছুটি ঘোষণা করা হয়েছে। শনিবার ৬ নভেম্বর ভাতৃদ্বিতীয়া উপলক্ষে ছুটি থাকবে। এরপর ছটপুজো উপলক্ষে ১০ এবং ১১ তারিখ। ১৫ নভেম্বর সোমবার বিরসা মুণ্ডার জন্মদিন উপলক্ষে ছুটি এবং গুরু নানকের জন্ম জয়ন্তী উপলক্ষে ১৯ নভেম্বর ছুটি ঘোষণা করা হয়েছে।