বেকারদের জন্য দারুণ ঘোষণা মমতার, ১৮ বছর হলেই মিলবে ৫ লক্ষ টাকা

নিজস্ব প্রতিবেদন : রাজ্যের মমতা সরকার (Mamata Government) রাজ্যের পড়ুয়া থেকে বৃদ্ধ প্রত্যেকের জন্যই কোনো না কোনো প্রকল্প এনেছে। বৃদ্ধদের জন্য যেমন রয়েছে বার্ধক্য ভাতা সেই রকমই পড়ুয়াদের জন্য রয়েছে স্টুডেন্ট ক্রেডিট কার্ড (Student Credit Card)। এসবের মধ্যে এবার বেকার যুবক যুবতীদের জন্য নতুন একটি প্রকল্পের ঘোষণা করা হলো বুধবার।

বুধবার রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya) বিধানসভায় অন্তর্বর্তী বাজেট (Budget) পেশ করেন। সেখানেই নতুন এই প্রকল্প সম্পর্কে ঘোষণা করা হয়। যে ঘোষণার মাধ্যমে বেকার যুবক যুবতীদের টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়। ঠিক কোন প্রকল্পের ঘোষণা করলেন রাজ্যের অর্থমন্ত্রী (Finance minister)।

রাজ্যের অন্তর্বর্তী বাজেট পেশ করার সময় পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানান, রাজ্যের বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থানের লক্ষ্যে ভবিষ্যৎ ক্রেডিট কার্ড (Future Credit Card) প্রকল্প আনছে সরকার। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের বেকার যুবক-যুবতীদের নিজের পায়ে দাঁড়ানোর জন্য আর্থিক সহযোগিতা করা হবে।

১৮ বছর থেকে ৪৫ বছর পর্যন্ত বেকার যুবক-যুবতীরা এই প্রকল্পের সুবিধা পাবেন। ২ লক্ষ বেকার যুবক-যুবতীদের আর্থিক সহযোগিতা হিসেবে ৫ লক্ষ টাকা করে দেওয়া হবে। এর পাশাপাশি এই আর্থিক সহযোগিতা বা ঋণের ক্ষেত্রে রাজ্য সরকার ২৫ হাজার টাকা ভর্তুকি দেবে। এছাড়াও ১৫ শতাংশ আর্থিক গ্যারান্টি দেওয়া হবে।

যদিও রাজ্য সরকারের তরফ থেকে এখনো পর্যন্ত জানানো হয়নি এই প্রকল্প কবে থেকে বাস্তবায়িত করা হবে। এছাড়াও এই প্রকল্পের আওতায় যে সকল বেকার যুবক-যুবতীরা আর্থিক সহযোগিতা নেবেন তাদের কিভাবে আবেদন করতে হবে অথবা এর পরিবর্তে কত সুদ দিতে হবে তা সম্পর্কে এখনো কিছু ঘোষণা করা হয়নি।