ফের আতঙ্ক বাড়াচ্ছে করোনা, নয়া নিয়ম জারি করলো পশ্চিমবঙ্গ সরকার

নিজস্ব প্রতিবেদন : ফের একবার মাথাচাড়া দিয়ে উঠছে করোনা। নতুন করে এই ভাইরাস মাথাচাড়া দিতে শুরু করাই স্বাভাবিক ভাবেই গত বছরের স্মৃতি ফিরে আসছে, ফের আতঙ্ক বাড়ছে মানুষের মধ্যে। ইতিমধ্যেই মহারাষ্ট্র সহ দেশের পাঁচটি রাজ্য নিজেদের দাপট দেখাতে শুরু করেছে করোনা। দেশের করোনা গ্রাফ যে কারণে পুনরায় ঊর্ধ্বমুখী হয়ে পড়েছে। আর এমত অবস্থাতেই পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে নয়া নিয়ম জারি করা হলো।

পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে যে নতুন নিয়ম জারি করা হয়েছে তাতে বলা হয়েছে করোনাপ্রবণ চার রাজ্য থেকে বাংলায় আসা যাত্রীদের RT-PCR নেগেটিভ রিপোর্ট আনতে হবে বাধ্যতামূলক ভাবে। এই রিপোর্ট না আনা হলে বাংলায় প্রবেশ করার ক্ষেত্রে বিধি-নিষেধ জারি করা হবে। নতুন এই নিয়ম চালু হবে আগামী ২৭ ফেব্রুয়ারি অর্থাৎ শনিবার দুপুর ১২টা থেকে।

পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে যে চারটি রাজ্য নির্দিষ্ট করে দেওয়া হয়েছে সেই চারটি রাজ্য হল মহারাষ্ট্র, কেরল, তেলেঙ্গানা এবং কর্ণাটক। এই চার রাজ্য থেকে যে সকল যাত্রীরা বিমান, ট্রেন অথবা যে কোন মাধ্যমেই রাজ্যে আসুক না কেন তাদের বাধ্যতামূলকভাবে দেখাতে হবে RT-PCR নেগেটিভ রিপোর্ট। গত বুধবার এই নির্দেশিকা রাজ্য স্বরাষ্ট্র দপ্তর জারি করে এবং তা পাঠিয়ে দেওয়া হয় রাজ্য স্বাস্থ্য দপ্তরে।

[aaroporuntag]
তবে শুধু পশ্চিমবঙ্গ নয়, নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ার কারণে ইতিমধ্যেই দেশের বেশ কয়েকটি রাজ্য এমন কড়া পদক্ষেপ এর পথে হাঁটতে শুরু করেছে। ইতিমধ্যেই দেশের বেশ কয়েক জায়গায় স্থানীয়ভাবে নাইট কারফিউ জারি করা হয়েছে। দিল্লির কেজরিওয়াল সরকারও একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে। এমনকি নতুন এই পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন প্রধানমন্ত্রীও। নতুন করে সংক্রমণ ঠেকাতে তিনিও বৈঠক করেছেন।