কতটা এগিয়ে পশ্চিমবঙ্গের শিল্প, সামনে এলো অবাক করা তথ্য

নিজস্ব প্রতিবেদন : শিল্প ছাড়া গতি নেই, বিশেষজ্ঞ মহল বারংবার এমন দাবি করে আসছে। শিল্পের এই প্রয়োজনীয়তার দিকে লক্ষ্য রেখে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কোনো কসুরও রাখছে না। দেশ-বিদেশের তাবড় তাবড় শিল্পপতিদের নিয়ে হচ্ছে বাণিজ্য সম্মেলন। তবে এই সকল শিল্প সম্মেলন একেবারেই সার। শিল্পের দিক দিয়ে পশ্চিমবঙ্গ রয়েছে সেই তিমিরেই।

সম্প্রতি কেন্দ্র সরকারের শিল্প সমীক্ষায় উঠে এসেছে এমনই অবাক করা তথ্য। যে সমীক্ষা থেকে জানা যাচ্ছে, শিল্প এবং কাজের দিক দিয়ে পশ্চিমবঙ্গ অন্যান্য বেশ কয়েকটি রাজ্যের তুলনায় অনেক পিছিয়ে রয়েছে। পশ্চিমবঙ্গে রয়েছে অনেক কম কলকারখানা, শিল্প এবং কাজের সুযোগ। এই সমীক্ষা করা হয়েছে কেন্দ্রীয় পরিসংখ্যান ও প্রকল্প রূপায়ণ মন্ত্রকের তরফ থেকে।

২০১৯-২০ বছরের বার্ষিক শিল্প সমীক্ষা-র প্রাথমিক রিপোর্ট অনুযায়ী পশ্চিমবঙ্গে মোট কারখানার সংখ্যা ৯,৬৫০টি। আর এই সকল কারখানা এবং শিল্পে কর্মরত রয়েছেন ৫ লক্ষ ৮০ হাজার কর্মী। সেই জায়গায় তামিলনাড়ুতে কারখানার সংখ্যা চার গুণের বেশি। সেখানে ৩৮,০০০-এরও বেশি কারখানা রয়েছে এবং এই সকল কারখানায় কর্মরত কর্মীর সংখ্যা ২২ লক্ষের বেশি।

শিল্পের দিক দিয়ে গুজরাট এবং মহারাষ্ট্র পশ্চিমবঙ্গের তুলনায় অনেক এগিয়ে। গুজরাতে শিল্পের সংখ্যা ২৮,০০০-এরও বেশি এবং সেখানে কর্মীর সংখ্যা ১৪-১৫ লক্ষের বেশি। ২৫,০০০-এরও বেশি কারখানা রয়েছে মহারাষ্ট্রে। সেখানেও ১৪-১৫ লক্ষ মানুষ এই সকল কারখানায় কর্মরত রয়েছেন।

শিল্পের বিকাশের দিক দিয়েও পশ্চিমবঙ্গ অন্যান্য রাজ্যের তুলনায় পিছিয়ে রয়েছে। ২০১৮-১৯ সালে পশ্চিমবঙ্গে মোট কারখানার সংখ্যা ছিল ৯,৪২০টি। ২০১৯-২০ বছরে তা হয়েছে ৯,৬৫০টি। অর্থাৎ এক বছরে বেড়েছে মাত্র ২৩০ টি। অথচ এই একই সময়ে তামিলনাড়ু, গুজরাত, কর্নাটকে ৭০০-১,৫০০ নতুন কারখানা গড়ে উঠেছে।