আসছে বর্ষা, এই দিন থেকে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে

নিজস্ব প্রতিবেদন : চলতি বছর মার্চ মাসের শুরু থেকেই তাপমাত্রা বাড়তে লক্ষ্য করা যায় দক্ষিণবঙ্গ-সহ রাজ্যের অধিকাংশ জেলায়। তাপমাত্রা বৃদ্ধি পেতে পেতে এপ্রিল মাসে তা তাপপ্রবাহে পরিণত হয়। দীর্ঘদিন ধরেই বৃষ্টি না হওয়ায় এবং তাপমাত্রা বৃদ্ধি নাজেহাল করে দেয় রাজ্যের বাসিন্দাদের।

তবে এরই মাঝে এপ্রিল মাসের শেষে রাজ্যে প্রথম কালবৈশাখী লক্ষ্য করা যায়। তারপর থেকেই লাগাতার ঝড়-বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে রাজ্যের কোন না কোন জেলায়। তবে ঝড়-বৃষ্টি হলেও স্বস্তি নেই বাসিন্দাদের। কারণ বিকালের দিকে ঝড় বৃষ্টিতে তাপমাত্রার পারদ কিছুটা হলেও নিম্নমুখী হতে দেখা যাচ্ছে। তবে সকাল হলেই ফের সেই তীব্র গরম। তারপর আবার আর্দ্রতা জনিত অস্বস্তিকর পরিস্থিতি।

এই ভ্যাপসা গরম থেকে আপাতত রক্ষা নেই বলে জানিয়েছে আলিপুর হাওয়া অফিস। তবে হাওয়া অফিসের তরফ থেকে এই সুখবর দেওয়া হয়েছে, অন্যান্য বছরের তুলনায় এই বছর বর্ষা কিছুটা হলেও আগে আসবে। হাওয়া অফিসের এই ইঙ্গিত আপাতত রাজ্যের বাসিন্দাদের স্বস্তি দিতে শুরু করেছে। পাশাপাশি জানানো হয়েছে রাজ্যে বৃষ্টির পরিমাণ বাড়বে।

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, শক্তিশালী দক্ষিণ-পশ্চিম হাওয়ার দাপটে বঙ্গোপসাগর থেকে বিপুল পরিমাণ জলীয়বাষ্প ঢুকছে উত্তর-পূর্ব ভারতে। বিপুল পরিমাণে এই জলীয়বাষ্প প্রবেশ করার কারণে বৃষ্টি বাড়বে বলে জানানো হয়েছে। পাশাপাশি বিহার থেকে অসম পর্যন্ত পূর্ব-পশ্চিম অক্ষরেখা অবস্থান করছে। এছাড়াও উত্তর-দক্ষিণ এবং উত্তর-পশ্চিম ভারতে রয়েছে আরও একটি অক্ষরেখা। সবমিলিয়ে বৃষ্টি এবং বৃষ্টির বৃদ্ধির অনুকূল পরিবেশ তৈরি হয়েছে।

হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে আগামীকাল অর্থাৎ রবিবার উত্তরবঙ্গে এবং সোমবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে। এছাড়াও বিকালের দিকে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির পাশাপাশি ঝড়ো হাওয়া বইতে পারে বলে জানানো হয়েছে। দক্ষিণবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পশ্চিম বর্ধমান, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় বৃষ্টি এবং ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে।