রাজ্য সরকারের নয়া ব্যবস্থা, চালু হচ্ছে স্মার্টকার্ড, বাস, ট্রাম, সবেই চড়া যাবে

নিজস্ব প্রতিবেদন : যুগের সঙ্গে তাল মিলিয়ে প্রতিটি মানুষ এখন অত্যন্ত ব্যস্ত হতো হয়ে পড়েছেন। ব্যস্ততার এই মাঝে এক জায়গা থেকে অন্য জায়গা যাতায়াতের ক্ষেত্রে বারবার টিকিট বুক করতে অনেক সময় নষ্ট হয়। এসবের পরিপ্রেক্ষিতে এবার রাজ্য সরকার এমন একটি স্মার্টকার্ড আনতে চলেছে যাতে সব ধরনের যানবাহনে চড়া যাবে।

রাজ্য পরিবহন দপ্তরের তরফ থেকে যাত্রীদের সুবিধার জন্য এই স্মার্টকার্ড আনার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। আনুষ্ঠানিকভাবে এই পরিকল্পনা বাস্তবায়িত করার যে লক্ষ্য নেওয়া হয়েছে তা জানান মমতার মন্ত্রিসভার মন্ত্রী ফিরহাদ হাকিম। এছাড়াও পরিবেশ দূষণ রক্ষা করার জন্য বেশি পরিমাণে ব্যাটারি চালিত গাড়ি নামানো, ট্রামে বাসে সিসিটিভি ক্যামেরা বসানো, জাতীয় ও আন্তর্জাতিক চেকপোস্ট তৈরি করা, ওভারলোডিং সমস্যা সমাধান করা সহ বিভিন্ন পরিকল্পনার কথা জানান।

রাজ্য পরিবহন ব্যবস্থাকে এক ছাদের তলায় এনে যাত্রীদের সুবিধা প্রদান করার জন্য এই ইউনিফাইড স্মার্ট কার্ড আনার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলে জানান ফিরহাদ হাকিম। এই ব্যবস্থা চালু হয়ে যাওয়ার পর যাত্রীদের হাতে তুলে দেওয়া হবে প্রিপেড স্মার্টকার্ড। এই স্মার্ট কার্ড চালু হয়ে যাওয়ার পর যাত্রীরা এই একটি স্মার্ট কার্ড ব্যবহার করে রাজ্য পরিবহনের সমস্ত যানবাহনে যাতায়াত করতে পারবেন।

এর পাশাপাশি এই স্মার্ট কার্ড যাতে আরও সুদূরপ্রসারী করা যায় তার জন্য মেট্রো রেল এবং ভারতীয় রেলের সঙ্গে কথাবার্তা চলছে বলে জানান ফিরহাদ হাকিম। এই ব্যবস্থা চালু হয়ে গেলে সবচেয়ে সুবিধার বিষয় হলো, যাত্রীরা এক জায়গা থেকে অন্য জায়গা যাওয়ার ক্ষেত্রে বারবার যানবাহন পরিবর্তন করতে হলেও দৌড়ে দৌড়ে টিকিট বুকিং করতে হবে না। এতে সময় যেমন বাঁচবে ঠিক তেমনি আবার পরিশ্রম কমবে যাত্রীদের।

পাশাপাশি এই ধরনের স্মার্ট কার্ড থাকলে টিকিট বুকিংয়ের জন্য সময় নষ্ট হওয়ার কারণে যানবাহন মিস করতে হবে না যাত্রীদের। তবে এই স্মার্ট কার্ড ঠিক কবে থেকে রাজ্যে চালু করা হবে তা সম্পর্কে সুনিশ্চিত দিনক্ষণ কিছু জানান নি মন্ত্রী।