লক্ষ্মীর ভান্ডার নিয়ে নতুন ঘোষণা রাজ্যের, পাবেন এই বয়সের মহিলারাও

নিজস্ব প্রতিবেদন : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay) একুশের বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের মহিলাদের জন্য লক্ষ্মীর ভান্ডার (Lakshmir Bhandar) প্রকল্প চালু করেছিলেন। এই প্রকল্প দীর্ঘদিন ধরেই চলছে এবং এই প্রকল্প সম্পর্কে নতুন করে অজানা কারো নেই।

এই প্রকল্পের আওতায় সাধারণ শ্রেণীর মহিলারা প্রতিমাসে ৫০০ টাকা করে হাত খরচ পান। আবার তপশিলি জাতি ও উপজাতির মহিলারা প্রতিমাসে ১০০০ টাকা করে হাত খরচ পেয়ে থাকেন। তবে বুধবার রাজ্যের অন্তর্বর্তী বাজেট (Budget) পেশ করার সময় এই প্রকল্পে একাধিক পরিবর্তন আনার ঘোষণা করা হলো। সেই সকল পরিবর্তন সম্পর্কে না জানলে আফসোস করতে হবে।

এদিন জানানো হয়, এই প্রকল্পের আওতায় এবার ৫০০ টাকা নয় সবাই ১০০০ টাকা করে পাবেন। তবে ৬০ বছর বয়স হওয়ার পর। আগে যে নিয়ম ছিল তাতে বলা হয়েছিল, ২৫ বছর থেকে ৬০ বছর বয়স পূর্ণ না হওয়া পর্যন্ত মহিলারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্প থেকে টাকা পেতে পারেন। কিন্তু এখন ৬০ বছর পেরিয়ে গেলেও টাকা পাওয়া যাবে। তবে সেই টাকা পাওয়া যাবে বার্ধক্য ভাতা হিসাবে।

কিন্তু বুধবার রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এই প্রকল্পে বয়সের ক্ষেত্রে পরিবর্তন এনে জানান, ৬০ বছর বয়স হয়ে গেলেই লক্ষ্মীর ভান্ডারের বর্তমান উপভোক্তারা মাসিক ১০০০ টাকা করে বার্ধক্য ভাতা পাবেন৷ কারণ ৬০ বছর হয়ে গেলে আর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা পাওয়া যায় না৷

অর্থাৎ লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে রাজ্য সরকারের তরফ থেকে যে ঘোষণা করা হয়েছে, তাতে যাদের এই প্রকল্পে নাম নথিভূক্ত থাকবে তাদের বয়স যখন ৬০ বছর হবে তখন আর তাদের বার্ধক্য ভাতার জন্য আলাদা করে আবেদন করতে হবে না। লক্ষ্মীর ভান্ডার তখন তাদের জন্য নিজে থেকেই বার্ধক্য ভাতায় রূপান্তরিত হয়ে যাবে।