DA নিয়ে নয়া নির্দেশ আদালতের, রাজ্য সরকারি কর্মচারীদের বাড়বে বেতন

নিজস্ব প্রতিবেদন : DA নিয়ে রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে ক্ষোভের শেষ নেই। কারণ কেন্দ্র সরকারি কর্মচারীদের থেকে অনেক কম মহার্ঘভাতা পেয়ে থাকেন রাজ্য সরকারি কর্মচারীরা। এরই পরিপ্রেক্ষিতে এই ক্ষোভ এবং সেই ক্ষোভ পৌঁছায় আদালত পর্যন্ত। তবে সম্প্রতি আদালতের রায় স্বস্তি দিয়েছে রাজ্য সরকারি কর্মচারীদের।

ডিএ মামলায় রীতিমতো রাজ্য সরকারকে ধাক্কা খেতে হয়েছে। ডিএ মামলা নিয়ে রাজ্যের রিভিউ পিটিশন খারিজ করে দিয়েছে আদালত এবং এই পিটিশন খারিজ করে দেওয়ার পাশাপাশি স্যাটের রায়কে বহাল রাখার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। শুধু তাই নয়, এর পাশাপাশি তিন মাসের মধ্যে তা কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।

এই নির্দেশের ফলে রাজ্য সরকারি কর্মচারীরা কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ পাবেন। ফলে বেতন অনেকটাই বাড়বে রাজ্য সরকারি কর্মচারীদের। শুক্রবার হাইকোর্ট জানিয়েছে, ‘কেন্দ্রীয় হারেই ডিএ দিতে হবে সরকারি কর্মীদের। মহার্ঘ ভাতা সরকারি কর্মচারিদের সাংবিধানিক এবং মৌলিক অধিকার’।

এর পাশাপাশি হাইকোর্ট জানিয়েছে, ‘রাজ্য সরকার অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইনডেক্স অনুযায়ী DA দিতে বাধ্য। রাজ্য সরকারি কর্মীরা ডিএ পাবেন ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী। ৩ মাসের মধ্যেই রাজ্য সরকারকে কর্মীদের ডিএ মিটিয়ে দিতে হবে।’

কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সঙ্গে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ-র ক্ষেত্রে ফারাক নিয়ে ২০১৬ সালে মামলা দায়ের করা হয়েছিল। সেই মামলার পরিপ্রেক্ষিতে ২০১৮ সালের আগস্ট মাসে আদালতের পর্যবেক্ষণ ছিল কর্মীদের ডিএ ন্যায্য অধিকার। তবে তা মানতে চায়নি রাজ্য এবং হাইকোর্টে রিভিউ পিটিশন দায়ের করা হয়। আদালত তা ফিরিয়ে দেয় স্যাটের হাতে।