রবিবার ঠিক এই পশ্চিমবঙ্গে কারোর ছায়া পরবে না, অবাক করা বিষয়

নিজস্ব প্রতিবেদন : আগামীকাল অর্থাৎ রবিবার জামাইষষ্ঠীকে কেন্দ্র করে শুরু হয়েছে দহরম মহরম। তবে এরই মাঝে আগামীকাল পশ্চিমবঙ্গের বাসিন্দারা এক মজার অভিজ্ঞতার সাক্ষী থাকবেন। রবিবার একটি নির্দিষ্ট সময়ে কারোর ছায়া পরবে না, এমনটাই জানিয়েছেন জ্যোতির্বিজ্ঞানী দেবীপ্রসাদ দুয়ারী।

জ্যোতির্বিজ্ঞানী দেবীপ্রসাদ দুয়ারী জানিয়েছেন, আগামীকাল অর্থাৎ ৫ জুন বেলা সাড়ে ১১ টার সময় শুরু হবে এই মজার কান্ড। চার মিনিট পর সুস্পষ্ট হবে এই মজার কান্ড। কিন্তু এমন মজার কান্ডের পিছনে কি রয়েছে বৈজ্ঞানিক কারণ। আসলে এটি জিরো শ্যাডো ডে।

জিরো শ্যাডো ডে অর্থাৎ ছায়া শূন্য দিন যাতে দিনের বেলায় সূর্যের আলোতেও কোন বস্তুর ছায়া পড়ে না। এই সময় সূর্য ঠিক মাথার উপর চলে আসে। শীর্ষস্থানে এই সূর্যের অবস্থানের কারণে কোন বস্তুর ছায়া পড়তে দেখা যায় না। সূর্যের উত্তরায়ণ ও দক্ষিণায়ণের সময়ে কর্কটক্রান্তি রেখার দক্ষিণে এমনটা ঘটে থাকে।

সূর্যের উত্তরায়ণ ও দক্ষিণায়ণের সময় কর্কটক্রান্তি রেখার দক্ষিণে সূর্যের কৌণিক অবস্থানের কারণে ছায়া বস্তুর একেবারে নিচে চলে যায়। ফলে সেই সময় কোন বস্তুর ছায়া সেই ভাবে দেখা যায় না। এই কারণেই এই সময়কে বলা হয় ‘জিরো শ্যাডো মোমেন্ট’ অর্থাৎ ছায়া শূন্য মুহূর্ত।

এমন ‘জিরো শ্যাডো মোমেন্ট’ অর্থাৎ ছায়া শূন্য মুহূর্ত বছরে দুবার হয়ে থাকে বলে জানা যাচ্ছে জ্যোতির্বিজ্ঞানীদের তরফ থেকে। +২৩.৫ এবং -২৩.৫ ডিগ্রি অক্ষাংশের (যথাক্রমে কর্কট ও মকরক্রান্তি রেখার মধ্যে) অবস্থানের সময় এমন কান্ড ঘটে। তবে পৃথিবীর বিভিন্ন স্থানে এইরকম জিরো শ্যাডো মোমেন্ট বিভিন্ন সময় হয়ে থাকে। আগামীকাল অর্থাৎ ৫ জুনের পর এমন ঘটনা ফের ঘটবে ৭ জুলাইতেই বেলা ১১টা ৪১ মিনিটে।