সাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ, শীতের ভবিষ্যৎ নিয়ে পূর্বাভাস দিল হাওয়া অফিস

নিজস্ব প্রতিবেদন : জানুয়ারি মাসের প্রথম দিকেই জাঁকিয়ে শীত পড়তে দেখা যায় রাজ্যজুড়ে। তবে সপ্তাহখানেক পর থেকেই সেই শীত উধাও হয়ে যায়। জানুয়ারি মাসের শেষের দিকে রীতিমত গরমে হিমশিম খেতে হয় সাধারণ মানুষদের। ফেব্রুয়ারিতে কিছুটা হলেও তাপমাত্রার পতন দেখা যায় পুনরায়।

তবে তাপমাত্রার এই পতন খুব বেশি দিন স্থায়ী হবে না এমনই জানা যাচ্ছে হাওয়া অফিস সূত্রে। হাওয়া অফিসের তরফ থেকে জানা যাচ্ছে, বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত হওয়ার ইঙ্গিত মিলেছে। এর ফলে রাজ্যে জলীয়বাষ্প প্রবেশ করতে পারে। তবে আকাশ পরিষ্কার হওয়ার সঙ্গে সঙ্গেই তাপমাত্রার পারদ কিছুটা হলেও নামবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী চলতি সপ্তাহের শেষের দিকে কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকায় সর্বনিম্ন তাপমাত্রার পারদ ২ ডিগ্রি থেকে ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে। তবে এরপরই শীতের বিদায় হবে রাজ্য থেকে। পূর্বাভাস অনুযায়ী স্পষ্ট, হালকা শীতের প্রত্যাবর্তনের সম্ভাবনা থাকলেও তা ক্ষণস্থায়ী।

অন্যদিকে দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গে শীত কিছুটা হলেও বেশি থাকবে। পাশাপাশি উত্তরবঙ্গে কুয়াশার দাপট দেখা যাবে। দার্জিলিং থেকে কালিম্পং, পশ্চিমী ঝঞ্ঝার কারণে হালকা বৃষ্টির মুখোমুখি হতে পারে। তবে সাগরে যে নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে তার প্রভাবে দক্ষিণবঙ্গে বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই বলেও জানানো হয়েছে।

হাওয়া অফিসের তরফ থেকে এখনো পর্যন্ত যা অনুমান করা হচ্ছে তাতে হালকা শীতের আমেজ থাকতে পারে ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে শীতের আমেজ থাকবে। যদিও কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকায় আগামী দিন কয়েক সর্বনিম্ন তাপমাত্রা কমার পর ফের তা উর্ধ্বমুখী হতে দেখা যাবে।