আগামী ৪৮ ঘণ্টায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে

নিজস্ব প্রতিবেদন : বৃষ্টি না হলেই অস্বস্তিকর পরিস্থিতি বাড়ছে দক্ষিণবঙ্গে। আর এই অস্বস্তিকর পরিস্থিতি বাড়ার মূলে রয়েছে বিপুল পরিমাণে জলীয় বাষ্পের সঞ্চার। দক্ষিণবঙ্গ জুড়ে বিপুল পরিমাণে জলীয় বাষ্পের সঞ্চারের কারণে আগামী ৪৮ ঘণ্টায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে। শুক্রবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনার পাশাপাশি রবিবার থেকে দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি বাড়ার সম্ভাবনার কথা জানানো হয়েছে হাওয়া অফিসের তরফ থেকে।

মৌসুমী অক্ষরেখা আগামী ৪৮ ঘণ্টায় উত্তরবঙ্গের দিকে সরে যাবে। যে কারণে উত্তরবঙ্গের উপর বিপুল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর দক্ষিণবঙ্গে আগামী ৪৮ ঘণ্টায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ ঝড় বৃষ্টির সম্ভাবনার পাশাপাশি রবিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় প্রতিটি জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর এই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি আগামী মঙ্গলবার পর্যন্ত চলবে বলে মনে করছে হাওয়াবিদরা।

হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং ওড়িশা এই দুই রাজ্যের উপর ঘূর্ণাবর্ত বিরাজ করছে। আর এই ঘূর্ণাবর্তের কারণে রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে। আর এই বৃষ্টির পরিমাণ বেশ বাড়বে বলেই মনে করছেন হওয়াবিদরা।

সপ্তাহের শেষে অর্থাৎ শনিবার থেকেই দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুর, হুগলি, কলকাতা, হাওড়াতে বৃষ্টির দাপট দেখা যেতে পারে। তবে এই জেলাগুলির ছাড়াও দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিও প্রবল বৃষ্টিতে ভিজতে পারে বলে মনে করা হচ্ছে।

এমনিতেই আগস্ট মাসে দেশে বিপুল পরিমাণে বৃষ্টি হয়েছে। অন্ততপক্ষে ৪০ বছর পর এই বিপুল পরিমান বৃষ্টি এক মাসে হয়েছে দেশজুড়ে। আর বিপুল পরিমাণ বৃষ্টির কারণে নদীনালা খালবিল পরিপূর্ণ অবস্থায় রয়েছে। এর পাশাপাশি অনবরত বৃষ্টির কারণে শাক সবজি চাষে বিপুল ক্ষতি হচ্ছে। আর যার ফলস্বরুপ দিনের পর দিন বেড়ে চলেছে আনাজের দাম। এমত অবস্থায় আরও বৃষ্টির পূর্বাভাস আশঙ্কা বাড়াচ্ছে রাজ্যের বাসিন্দাদের।