তৈরি হলো নিম্নচাপ, ৫০ কিমি বেগে ঝড়, কোন কোন জেলায় বৃষ্টি

নিজস্ব প্রতিবেদন : তীব্র দাবদাহের পর বঙ্গোপসাগরে তৈরি হয়েছে একটি নিম্নচাপ। এই নিম্নচাপের জেরে কিছুটা হলেও স্বস্তি মিলবে দক্ষিণবঙ্গের বাসিন্দাদের। এরই মধ্যে এই নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই স্থান বিশেষে বৃষ্টির দেখা পাওয়া যাবে। তবে দক্ষিণবঙ্গের সব জেলায় সেই ভাবে বৃষ্টির সম্ভাবনার কথা জানাতে পারেনি হওয়া অফিস।

উত্তর-পূর্ব বঙ্গোপসাগর এবং পূর্ব মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ এলাকায় তৈরি হওয়ার পর উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর হয়ে এই নিম্নচাপের প্রভাব দেখা যাবে উত্তর বঙ্গোপসাগরে। পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ উপকূলবর্তী এলাকায় এর প্রভাব সবচেয়ে বেশি দেখা যাবে। এর পাশাপাশি প্রভাব পড়বে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, উত্তর উড়িষ্যা, ঝাড়খন্ড এবং উত্তর ছত্তিশগড়ে।

এই নিম্নচাপের প্রভাবে ১৮ আগস্ট থেকে ২০ আগস্ট পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জায়গাতেই হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির দেখা মিলবে। এরই মধ্যে বেশ কিছু জেলার ক্ষেত্রে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে এবং সেই ভারী বৃষ্টির দিকে তাকিয়ে হাওয়া অফিসের তরফ থেকে সেই সকল জেলার জন্য হলুদ সর্তকতা জারি করা হয়েছে।

হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে, শুক্রবার ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনায়। এর পাশাপাশি ৭ থেকে ১১ সেন্টিমিটার বৃষ্টি হতে পারে পূর্ব ও পশ্চিম বর্ধমানে।

এর পাশাপাশি পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন জায়গায় ঘন্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। শনিবারও বেশ কিছু জেলার ক্ষেত্রে বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে। এই পরিস্থিতির দিকে তাকিয়ে হাওয়া অফিসের তরফ থেকে মৎস্যজীবীদের ২০ আগস্ট পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।