পুজোয় কি বৃষ্টি! চূড়ান্ত আপডেট দিল হাওয়া অফিস

নিজস্ব প্রতিবেদন : চলতি বছর বর্ষার মরশুমে বৃষ্টি না হলেও পুজোর মুখে দেখা দিয়েছে বৃষ্টির ভ্রুকুটি। বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্তের অবস্থানের কারণে এই ভ্রুকুটি দেখা দিয়েছে। পূজোর সময় বৃষ্টির এই ভ্রুকুটি নিয়ে দুশ্চিন্তাই আপামর বাঙালি। তারা সবসময় নজর রাখছেন আবহাওয়ার খবরের দিকে। এই নিয়েই আলিপুর হাওয়া অফিসের তরফ থেকে চূড়ান্ত আপডেট দেওয়া হয়েছে।

বৃষ্টির আশঙ্কা নিয়ে যখন দোলাচলে ভুগছেন রাজ্যের বাসিন্দারা সেই সময় চরম স্বস্তির খবর শোনালেন আবহবিদ ডঃ সুজিব কর। তিনি জানিয়েছেন, পুজোর সময় বৃষ্টি হবে না এমনটা নয়। বৃষ্টির সম্ভাবনা থাকলেও ভাসিয়ে দেওয়ার মতো বৃষ্টি হবে না। হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহবিদ ডঃ সুজিব কর এই বার্তা দেওয়ার পর কিছুটা হলেও স্বস্তি ফিরেছে রাজ্যের বাসিন্দাদের মধ্যে। তবে শনিবার অর্থাৎ মহাষষ্ঠীর দিন থেকেই রাজ্যজুড়ে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছে হাওয়া অফিস। বৃষ্টির এই সম্ভাবনা রয়েছে মূলত বঙ্গোপসাগরে অবস্থান করা ঘূর্ণাবর্ত্যের কারণেই।

প্রাথমিকভাবে মনে করা হচ্ছিল মহাসপ্তমীর দিন থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে এবং বাড়বাড়ন্ত দেখা যেতে পারে। তবে এখন যে পরিস্থিতির পূর্বাভাস পাওয়া যাচ্ছে খুব একটা আশঙ্কার কারণ নেই। ডঃ সুজিব করের কথা অনুযায়ী, বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্ত্য রয়েছে সেই ঘূর্ণাবর্ত্যের কারণে নিম্নচাপ উড়িষ্যার দিকে সরে যাচ্ছে। ফলে যে পরিমাণে বৃষ্টি হবে আশঙ্কা করা হয়েছিল তা হওয়ার সম্ভাবনা নেই।

তবে বর্তমানে যে পরিস্থিতি রয়েছে তার তুলনায় কিছুটা হলেও বৃষ্টির পরিমাণ বাড়বে এবং পুজোর কদিন হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, হাওড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায়।