পশ্চিমী ঝঞ্ঝা কাটতেই জাঁকিয়ে শীত, এই সকল জেলায় বাড়ছে শৈত্যপ্রবাহের সম্ভাবনা

নিজস্ব প্রতিবেদন : হাওয়া অফিসের পূর্বাভাস আগেই ছিল শনিবার থেকেই দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার হবে। সেই পূর্বাভাসকে সত্যি করে আকাশ পরিষ্কার হওয়ার পাশাপাশি রবিবার এক ধাক্কায় অনেকটাই তাপমাত্রা নামল দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। পশ্চিমের জেলাগুলিতে ইতিমধ্যেই জাঁকিয়ে শীত অনুভূত হতে শুরু করেছে রবিবার থেকে। এর পাশাপাশি তীব্র গতিতে বইছে উত্তুরে শীতল হাওয়া।

আলিপুর হাওয়া অফিস থেকে পাওয়া রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে, রবিবার কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকার সর্বনিম্ন তাপমাত্রা কমে দাঁড়িয়েছে ১৫.১ ডিগ্রী সেলসিয়াস। এই তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ১° বেশি হলেও গত কয়েক দিনের তুলনায় দুই থেকে তিন ডিগ্রি কম। পাশাপাশি গত ২৪ ঘন্টায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি কম, ২৩.৩ ডিগ্রি সেলসিয়াস।

শ্রীনিকেতন হাওয়া অফিসের তরফ থেকে রবিবার যে রিপোর্ট পেশ করা হয়েছে তাতে লক্ষ্য করা যাচ্ছে, দিনের সর্বনিম্ন তাপমাত্রা কমে দাঁড়িয়েছে ১১.৬ ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রা স্বাভাবিক হলেও গত দু’তিন দিনের তুলনায় ৪ থেকে ৫ ডিগ্রি কম। গত ২৪ ঘন্টায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৩ ডিগ্রী সেলসিয়াস স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রী কম।

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী চলতি সপ্তাহেই নতুন করে বৃষ্টির কোন সম্ভাবনা নেই। তবে সোমবার এবং মঙ্গলবার কুয়াশা লক্ষ্য করা যাবে সকালে। এরপর বেলা বাড়তেই আকাশ পরিষ্কার এবং রৌদ্রোজ্জ্বল দিন লক্ষ্য করা যাবে বলে হাওয়া অফিসের পূর্বাভাস। পাশাপাশি হাওয়া অফিসের তরফ থেকে পূর্বাভাসে জানানো হয়েছে, আগামী বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই তাপমাত্রার প্রথম লক্ষ্য করা যাবে। এর পর ফের বাড়বে তাপমাত্রা।

অন্যদিকে দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলির মধ্যে বীরভূম, পশ্চিম বর্ধমান সহ লাগোয়া অন্যান্য জেলাগুলিতে যেভাবে রবিবার শীতল হাওয়া বইছে তাতে নতুন করে শৈত্যপ্রবাহ লক্ষ্য করা যেতে পারে বলেও মনে করা হচ্ছে।