বাড়ছে ঘূর্ণাবর্তের শক্তি, আজ বৃষ্টিতে ভিজতে পারে এই সকল জেলা

নিজস্ব প্রতিবেদন : বাংলাদেশের উপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। সেই ঘূর্ণাবর্ত শক্তি বৃদ্ধি করার ফলে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে। গত সপ্তাহের শনিবার রাজ্যের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হলেও সোমবার থেকে ফের গরম দেখা যাচ্ছে। তবে অফিসের পূর্বাভাস অনুযায়ী সোমবার বিভিন্ন জায়গায় বৃষ্টি নেমে আসবে।

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, সোমবার কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকায় হালকা বৃষ্টির দেখা মিলতে পারে। তবে দক্ষিণবঙ্গের অন্যান্য বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির দেখা মিলতে পারে বলে মনে করা হচ্ছে। এই সকল জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। পাশাপাশি উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়বে বলে জানানো হয়েছে।

উত্তরবঙ্গের ক্ষেত্রে সোমবার বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে বলে জানানো হয়েছে হাওয়া অফিসের তরফ থেকে। তবে বুধবার থেকে ফের উত্তরবঙ্গে বৃষ্টি পারবে বলেও পূর্বাভাস দিচ্ছে হওয়া অফিস। দক্ষিণবঙ্গের জেলাগুলি আগামী ২৪ ঘন্টা মেঘে ঢাকা থাকবে বলে জানানো হয়েছে। স্থানবিশেষে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে।

দক্ষিণবঙ্গের পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পশ্চিমের জেলাগুলিতেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সোমবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের সঙ্গে ঝাড়গ্রামেও বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর এবং বর্ধমানেও আগামী সপ্তাহে টানা বৃষ্টির ইঙ্গিত মিলেছে। বিক্ষিপ্তভাবে বর্জ্রপাতেরও সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।

বীরভূম এবং তার পার্শ্ববর্তী এলাকায় স্থানবিশেষে ছিটে ফোঁটা বৃষ্টির দেখা মিলবে বলে জানিয়েছে শ্রীনিকেতন হওয়া অফিস। চলতি সপ্তাহের প্রায় প্রতিদিনই এইরকম ছিটে ফোঁটা বৃষ্টির দেখা মিলতে পারে জেলায় বলে জানানো হয়েছে। তবে এখনই জেলায় বৃষ্টির পরিমাণ বাড়বে কিনা এমন কোন সম্ভাবনার কথা জানাতে পারে নি হাওয়া অফিস।