নতুন করে সেজে উঠবে বাংলার এই ৯৩টি রেলস্টেশন, দেখে নিন সম্পূর্ণ তালিকা

নিজস্ব প্রতিবেদন : ২০২৩-২৪ বাজেট অধিবেশন পেশ করার সময় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, রেলের জন্য বিপুল পরিমাণ অর্থ বরাদ্দের ঘোষণা করেন। ২.৪০ লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হয় রেলের বিভিন্ন উন্নয়নের জন্য। বরাদ্দ করা এই টাকার পরিমাণ আগের জামানার সরকারের তুলনায় প্রায় তিনগুণ বেশি।

রেলের উন্নতির জন্য বিপুল পরিমাণ অর্থ বরাদ্দ করার প্রেক্ষিতে বিভিন্ন ডিভিশন এবং সেই সকল ডিভিশনের বিভিন্ন পরিষেবা আরও সাজিয়ে গুছিয়ে তোলার পরিকল্পনা ইতিমধ্যেই রেলের তরফ থেকে গ্রহণ করা হয়েছে। রেলের তরফ থেকে গ্রহণ করা সেই সকল পরিকল্পনার মাঝে এবার সামনে এসেছে পূর্ব রেলের ৯৪ টি স্টেশনকে সাজিয়ে তোলার ইঙ্গিত।

যে সকল স্টেশনকে নতুন করে সাজিয়ে তোলার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে সেই সকল রেল স্টেশনে যা যা পদক্ষেপ গ্রহণ করা হবে তা সম্পর্কে জানা যাচ্ছে, চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় সংস্কার করা হবে। সংস্কারের ক্ষেত্রে মূল লক্ষ্য থাকবে যাত্রীদের সুবিধা। এর পাশাপাশি উল্লেখযোগ্য হবে স্টেশনে জোর দেওয়া হবে স্থানীয় উৎপাদনের বাজার যাতে তৈরি করা যায়।

এছাড়াও যে সকল প্রতীক্ষালয় রয়েছে সেই সকল প্রতীক্ষালয় বিভিন্ন শ্রেণীর এবং উন্নতমানের করা হবে। প্রতীক্ষালয়গুলিতে সব ধরনের সুবিধা রাখার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। উন্নত মানের ক্যাফেটেরিয়া ও খুচরো পণ্যের দোকানও থাকবে। এছাড়াও এই সকল স্টেশনের প্ল্যাটফর্ম ৭৬০ থেকে ৮১০ মিলিমিটার উঁচু করা হবে। স্টেশন মুখী যে সকল রাস্তা রয়েছে সেই সকল রাস্তা চওড়া করা হবে।

এখন প্রশ্ন হল কোন কোন স্টেশনের ক্ষেত্রে এমন ব্যবস্থা গ্রহণ করা হবে? সে সম্পর্কে জানা যাচ্ছে, রাজ্যের প্রায় অধিকাংশ ছোট বড় রেলস্টেশন রয়েছে তালিকায়। তালিকায় যেমন রয়েছে নিউ জলপাইগুড়ি রেল স্টেশন, সেই রকমই রয়েছে সিউড়ির মতো ছোট রেল স্টেশনও। বিজেপির তরফ থেকে সেই তালিকা সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করা হয়েছে।