চোখ রাঙাচ্ছে ঘূর্ণাবর্ত, চলতি সপ্তাহেই কিছু না কিছু ঘটবে, মুখ খুলল হাওয়া অফিস

নিজস্ব প্রতিবেদন : গত সপ্তাহের প্রথম দিন থেকেই পশ্চিমবঙ্গের অধিকাংশ জেলা হাড় কাঁপানো ঠান্ডায় কাঁপতে থাকে। তবে সপ্তাহের মাঝামাঝি সময়ে সেই হাড় কাঁপানো ঠান্ডা কোথায় মিলিয়ে যায়। বঙ্গোপসাগরে উচ্চচাপ বলয় তৈরি হওয়ার ফলেই দক্ষিণবঙ্গের তাপমাত্রা বৃদ্ধি পেতে শুরু করে। মাঘের শুরুতে তাপমাত্রার সেই ঊর্ধ্বমুখী ভাব বজায় থাকার পাশাপাশি বেশ কিছু জায়গায় বৃষ্টি দেখা যায়।

সম্প্রতি দিন কয়েক ধরে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে পারদ পতনের সেই রকম কোন সম্ভাবনা নেই বলেই জানা যাচ্ছে হাওয়া অফিসের তরফ থেকে। পারদ পতন তো দূরের কথা বরং হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আগামী ২৪ ঘন্টায় তাপমাত্রার পারদ ২ ডিগ্রী থেকে ৪ ডিগ্রি পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। এরই মধ্যে গোদের ওপর বিষফোঁড়া হয়ে হাজির হচ্ছে একটি পশ্চিমী ঝঞ্ঝা।

পশ্চিমী ঝঞ্ঝা এবং বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে বলে জানানো হয়েছে হাওয়া অফিসের তরফ থেকে। এই পরিস্থিতির কারণে সাগর থেকে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প ঢুকবে দক্ষিণবঙ্গে। এমন পরিস্থিতির ফলে উত্তর-পশ্চিমের শীতল হাওয়া বাধাপ্রাপ্ত পেয়ে তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী হবে।

হাওয়া অফিসের তরফ থেকে আবহাওয়া সংক্রান্ত যে পূর্বাভাস দেওয়া হয়েছে তাতে জানানো হয়েছে, শুক্রবার পশ্চিমবঙ্গের অধিকাংশ জেলার আকাশ আংশিক মেঘলা থাকবে। বৃষ্টি হতে পারে দার্জিলিঙে। দার্জিলিং ছাড়াও দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলার ক্ষেত্রেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃষ্টিতে ভিজতে পারে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম সহ একাধিক জেলা।

এর পাশাপাশি হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে, আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের জেলাগুলি কুয়াশাচ্ছন্ন থাকতে পারে। যদিও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কেটে আংশিক আকাশ পরিষ্কার দেখা যেতে পারে।