আর কতদিন জাঁকিয়ে শীত, দিনক্ষণ জানালো হাওয়া অফিস

Madhab Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : হাওয়া অফিসের পূর্বাভাস মত শনিবার দুপুর থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলা মেঘে ঢাকা পড়ে। সন্ধ্যা থেকেই বিভিন্ন এলাকায় হালকা বৃষ্টি লক্ষ্য করা যায়। মেঘের কারণে শনিবার এবং রবিবার তাপমাত্রার পারদ বাড়লেও সোমবার থেকে ফের জাঁকিয়ে শীত পড়বে বাংলায় তারও পূর্বাভাস মিললো হাওয়া অফিসের তরফ থেকে।

Advertisements

শনিবার রাতে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পাশাপাশি রবিবার ভোর রাতেও বৃষ্টির দেখা মিলেছে কলকাতা এবং সংলগ্ন এলাকায়। বৃষ্টির পাশাপাশি বেশ কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং শিলাবৃষ্টির দেখা মিলেছে। কোন কোন জায়গায় মাঝারি থেকে ভারি বৃষ্টিপাতের দেখাও পাওয়া গিয়েছে। হাওয়া অফিসের পূর্বাভাস রবিবার দুপুর পর্যন্ত এমন প্রাকৃতিক দুর্যোগ চলবে।

Advertisements

আলিপুর হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে, কলকাতায় এবং তার পার্শ্ববর্তী এলাকায় রবিবার দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.২ ডিগ্রী সেলসিয়াস। আর আজ রাতের পরেই তাপমাত্রার পারদ অনেকটাই নেমে যাবে। অর্থাৎ আগামীকাল সোমবার থেকে ফের একবার জাঁকিয়ে শীতের ইনিংস দেখতে পাবে দক্ষিণবঙ্গের বাসিন্দারা।

Advertisements

শ্রীনিকেতন হওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে রবিবার দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.৬ ডিগ্রী সেলসিয়াস। মেঘলা আকাশের কারণে এই তাপমাত্রার পারদ অনেকটাই বেড়েছে। তবে শনিবার থেকে তাপমাত্রা বাড়লেও সোমবার থেকে পুনরায় কমবে তাপমাত্রার পারদ।

আর পুনরায় এই জাঁকিয়ে শীতের অনুভূতি কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকায় ১০ই ফেব্রুয়ারি পর্যন্ত অনুভব করা যাবে বলে মনে করছে হাওয়া অফিস। অন্যদিকে দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতেও শীতের অনুভূতি ১০ই ফেব্রুয়ারি পরেও বেশ কয়েকটা দিন বজায় থাকবে বলেও পূর্বাভাস হাওয়া অফিসের। মোটের উপর হাওয়া অফিস মনে করছে ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহেও বাংলা থেকে বিদায় নেবে না শীত।

Advertisements