দ্য ইউনিভার্স বস বর্ধমানে, ভিড়ের চাপে কথাই বলতে পারলেন না ক্রিস গেইল

নিজস্ব প্রতিবেদন : একটি টেনিস বল টুর্নামেন্টের চিফ গেস্ট হিসাবে ওয়েস্ট ইন্ডিজের (west indies) প্রাক্তন ওপেনার ক্রিস গেইল (chris gayle) বর্ধমানে (purba bardhaman) হাজির হবেন সেই খবর ছড়িয়ে পড়ার পর থেকেই মানুষের মধ্যে ছিল চরম উৎসাহ আর উদ্দীপনা। প্রথমটিকে বিষয়টি অনেকের কাছে বিশ্বাস না হওয়ার মতোই দাঁড়ায়। তবে নির্ধারিত দিনে রবিবার বর্ধমানে এসে পৌঁছান তিনি।

দ্য ইউনিভার্স বস ক্রিকেট টুর্নামেন্টের চিফ গেস্ট হিসাবে আসবেন এই খবর ছড়িয়ে পড়ার পর রবিবার সময়ের আগেই ভিড় জমতে শুরু করে পূর্ব বর্ধমানের মালির মাঠে। জনপ্রিয় এই ক্রিকেটারকে দেখতে রীতিমত দর্শকদের মধ্যে বিশৃঙ্খলা তৈরি হয়। এমনকি পরিস্থিতি এমন জায়গায় পৌঁছায় যে ভিড়ের চাপে মুখ খুলতেই পারলেন না গেইল।

স্থানীয় ব্যবসায়ীদের উদ্যোগে প্রতি বছর পূর্ব বর্ধমানের মালির মাঠে আয়োজন করা হয় রাজনন্দিনী কাপ। এই টুর্নামেন্টের সবচেয়ে বড় আকর্ষণ হলো বড় বড় তারকাদের চিফ গেস্ট হিসেবে হাজির করা। এই বছর যেমন ক্রিস গেইল এখানে এসে উপস্থিত হন সেইরকম এর আগেও এখানে উপস্থিত হয়েছিলেন ব্রায়ান লারা, দিলীপ বেঙ্কসরকার, কপিল দেব, হরভজন সিং, গৌতম গম্ভীরদের মত তারকারা।

খেলার সবচেয়ে বড় আকর্ষণীয় ক্রিকেট টুর্নামেন্ট হিসেবে পরিচিতি লাভ করা এই রাজনন্দিনী কাপে ২০২০ সালে প্রথম হাজির হয়েছিলেন ক্যারিবিয়ান ক্রিকেটার ব্রায়ান লারা। ২০২৩ সালে এই তালিকায় দ্বিতীয় বিদেশি ক্রিকেটার হিসেবে হাজির হলেন ক্রিস গেইল।

এদিন ক্রিস গেইল উপস্থিত হওয়ার পর ভিড় সামাল দিতে রীতিমতো হিমশিম খেতে হয় বর্ধমান পুলিশকে। মাঠে হাজির হয়ে ক্রিস গেইল হুড খোলা জিপে চড়ে মাঠের চারদিক প্রদক্ষিণ করেন। এরপর গেস্ট রুমে কিছুক্ষণ থাকার পর তিনি অন্যত্র রওনা দেন।