৩ মাস আগের বুকিং টিকিট এখনো ওয়েটিং লিস্টে, কনফার্ম হবে কিনা বুঝবেন কিভাবে

নিজস্ব প্রতিবেদন : ভারতীয় রেলের উপর নির্ভর করে প্রতিদিন দেশের লক্ষ লক্ষ মানুষ যাতায়াত করেন। ট্রেনের এই ব্যাপক চাহিদার কারণে সবচেয়ে বেশি সমস্যা তৈরি হয় ট্রেনের টিকিট নিয়ে। বহু ক্ষেত্রেই দেখা যায় প্রয়োজনের সময় টিকিট পাওয়া যায় না। আবার দীর্ঘদিন আগে টিকিট বুকিং করে রাখলেও কনফার্ম হয় না। এক্ষেত্রে কিভাবে বুঝবেন আপনার দীর্ঘদিন আগে বুকিং করে রাখা টিকিট কনফার্ম হবে কিনা?

ট্রেনের টিকিট যতই আগে কেটে রাখা হোক না কেন যদি আপনার টিকিট ওয়েটিং লিস্টে থাকে তাহলে যাত্রার দিন সকালে জানতে পারা যায় আপনার টিকিট কনফার্ম হয়েছে কিনা। তবে এই পরিস্থিতিতে যাত্রার দিন পর্যন্ত অনেকে অপেক্ষা করতে পারেন না। যে কারণে তারা বিকল্প পথ বেছে নেন। তবে বেশ কিছু পদ্ধতি রয়েছে যে পদ্ধতি থেকে টের পাওয়া যেতে পারে টিকিট কনফার্ম হবে কিনা।

টিকিট কনফার্ম হবে কিনা তা মূলত ওয়েটিং লিস্টের বিভিন্ন ভাগগুলি সম্পর্কে যারা অবগত রয়েছেন তারা আগে থেকেই টের পান। টের না পেলেও অন্ততপক্ষে অনেকটাই বুঝতে পারেন যে তাদের টিকিট কনফার্ম হওয়ার সম্ভাবনা কতটা রয়েছে। তবে টিকিট কনফার্ম হওয়ার সবচেয়ে বেশি নির্ভর করে কোন স্টেশন থেকে কোথায় যাচ্ছেন তার উপর।

দুমাস আগে হোক অথবা তিন মাস আগে, বুকিং করে রাখা ওয়েটিং লিস্টের টিকিট কোন ধরনের ওয়েটিং লিস্টে রয়েছে তার ওপর নির্ভর করে কনফার্ম হওয়ার সম্ভাবনা। RAC, GNWL, PQWL, RLWL, TQWL বিভিন্ন ধরনের ওয়েটিং লিস্ট থাকে। যে সকল যাত্রীদের টিকিট কনফার্ম রয়েছে তাদের টিকিট ক্যানসেল হলে এই সকল ওয়েটিং লিস্ট থেকে ধাপে ধাপে যাত্রীদের কনফার্ম টিকিট দেওয়া হয়।

GNWL : এটি হলো সাধারণ ওয়েটিং লিস্ট এবং এখানে সংখ্যা সবচেয়ে বেশি থাকে। তবে এই ধরনের ওয়েটিং লিস্টেই সবচেয়ে বেশি টিকিট কনফার্ম হওয়ার সম্ভাবনাও থাকে। সেক্ষেত্রে ওয়েটিং লিস্ট নম্বর যত কমের দিকে থাকবে ততই টিকিট কনফার্ম হওয়ার সম্ভাবনা রয়েছে।

PQWL : এই ধরনের ওয়েটিং লিস্টকে বলা হয় পুলড কোটা ওয়েটিং লিস্ট। দূরপাল্লার ট্রেনে যেসকল যাত্রীরা মাঝে নামেন অথবা মাঝের কোন স্টেশন থেকে টিকিট বুকিং করেন তাদের জন্য এই ধরনের ওয়েটিং লিস্ট থাকে।

RLWL : এই ধরনের ওয়েটিং লিস্টকে বলা হয় রিমোট লোকেশন ওয়েটিং লিস্ট। দূরপাল্লার ট্রেনে যাত্রা সময় কোন কোন স্টেশনকে রিমোট লোকেশন হিসাবে চিহ্নিত করা হয় এবং সেই সকল স্টেশন থেকে যদি কোন যাত্রী টিকিট বুকিং করেন তাহলে তার টিকিট ওয়েটিং লিস্টে থাকলে এমন দেখায়। এই ধরনের ওয়েটিং লিস্টে কনফার্ম হওয়া মুশকিল।

TQWL : তৎকালে টিকিট বুকিং করার পর যদি ওয়েটিং লিস্ট হয় তাহলে TQWL দেখায়। এক্ষেত্রে টিকিট কনফার্ম হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে এবং সেই টিকিট RAC হওয়ারও সম্ভাবনা থাকে না।