‘ডিম আগে না মুরগি আগে’, ধাঁধার একেবারে সঠিক উত্তর দিলেন সৌরভ

নিজস্ব প্রতিবেদন : ‘ডিম আগে না মুরগি আগে’, এই প্রশ্নটি কেউ না কেউ আপনাকে আগে করেছে, এমনটাই আশা করা যায়। তবে সেই প্রশ্নের উত্তর কি আপনি সঠিক দিতে পেরেছেন? এটাই হলো লাখ টাকার প্রশ্ন।

‘ডিম আগে না মুরগি আগে’, এই প্রশ্ন লাখ টাকার হওয়ার কারণ হল বছরের পর বছর ধরে এই প্রশ্নের উত্তর নিয়ে নানান বিতর্ক রয়েছে। কারণ মুরগি না থাকলে ডিম কিভাবে আসবে, আবার ডিম না থাকলে মুরগি কিভাবে আসবে? তা নিয়েই বিতর্কের শেষ নেই। তবে এই প্রশ্নের সঠিক উত্তর কি তা দাদাগীরির মঞ্চে জানিয়ে দিলেন সৌরভ গাঙ্গুলী।

আসলে এই প্রশ্নটি দাদাগীরির মঞ্চে আগেই করা হয়েছিল। কিন্তু সেই প্রশ্নের উত্তরের ভিডিও সম্প্রতি নতুন করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এই ভিডিওটি যে এপিসোডের সেই এপিসোডের মঞ্চে উপস্থিত ছিলেন বিশ্বনাথ বসু, জয়জিৎ বন্দ্যোপাধ্যায়, সুদীপা চক্রবর্তী। সেই মঞ্চে সৌরভ গাঙ্গুলী বিশ্বনাথ বসুকে প্রশ্ন করেছিলেন, ‘ডিম আগে না মুরগি?’

স্বাভাবিকভাবেই বিতর্কিত এই প্রশ্নের উত্তর দিতে পারেননি বিশ্বনাথ বসু। তিনি ভেবেছিলেন, যেহেতু প্রশ্নে আগে ডিম লেখা আছে তাই সঠিক উত্তর হবে ডিম। এর পাশাপাশি ইতিহাস থেকে জানা যায় প্রথম পাওয়া গিয়েছিল ডাইনোসরের ডিম। আর ওটাই ছিল পৃথিবীর প্রথম প্রাণী। এরই পরিপ্রেক্ষিতে বিশ্বনাথ বসু ডিম উত্তর দেন।

তবে সেই উত্তর কি সঠিক ছিল? না। কারণ এই নিয়ে গবেষণায় উঠে এসেছে সবার প্রথম মুরগি, তারপর ডিম। ইংল্যান্ডের শেফিল্ড এবং ওয়ারউইক বিশ্ববিদ্যালয়ের কয়েকজন গবেষক এই বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরে গবেষণা করেছেন। তারা জানিয়েছেন মুরগির ডিমের খোলায় এক ধরনের প্রোটিন থাকে। যার নাম Ovocleidin। এই প্রোটিন ছাড়া ডিমের খোলা তৈরি হয় না। আবার এই প্রোটিন কেবলমাত্র মুরগির জরায়ুতে থাকে। ফলে মুরগি যদি আগে না আসত তাহলে এই প্রোটিন পাওয়া যেত না এবং ডিম তৈরি হতো না।