রেল বাজেটে ধামাকা, মিলতে পারে স্বাচ্ছন্দ্যের যাত্রা, মুখিয়ে আমজনতা, রইল তালিকা

নিজস্ব প্রতিবেদন : ফেব্রুয়ারি মাসের ১ তারিখ সংসদে পেশ করা হবে ২০২৩-২৪ অর্থ বর্ষের সাধারণ বাজেট। আগে বাজেট পেশের সময় সাধারণ বাজেটের থেকে আলাদাভাবে রেল বাজেট পেশ করা হতো, তবে এখন সবটাই করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। স্বাভাবিকভাবেই আমজনতা মুখিয়ে রয়েছে রেল বাজেটে শিকেয় কি কি জুটতে চলেছে তার দিকে।

ভারতীয় রেলকে সাজিয়ে তোলার জন্য একের পর এক পদক্ষেপ নেওয়া হচ্ছে কেন্দ্র সরকার এবং রেল মন্ত্রকের তরফ থেকে। এই প্রচেষ্টার ফলাফল হিসাবে দেশের মাটিতে চাকা গড়িয়েছে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের। নতুন বাজেটে ট্রেনের গতি আরও বৃদ্ধি পাবে এমনই আশা করা হচ্ছে।

বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের পর এখন দেশের নাগরিকদের আশা প্রত্যাশা জুড়িয়ে রয়েছে বুলেট ট্রেনের দিকে। বুলেট ট্রেন তৈরির কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। এই পরিস্থিতিতে রেল বাজেটে ভারতীয় নাগরিকরা বুলেট ট্রেন নিয়ে বিশেষ ঘোষণা পেতে পারেন। এছাড়াও বেশ কিছু হাই স্পিড ট্রেনের ঘোষণাও হতে পারে রেল বাজেটে।

এখনো পর্যন্ত দেশে আটটি বন্দে ভারত এক্সপ্রেস চলছে বিভিন্ন রুটে। ২০২৩ সালের আগস্ট মাস পর্যন্ত ৭৫ টি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন চালু করার ঘোষণা রয়েছে। এবার রেল বাজেটে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের ঘোষণা বাড়িয়ে ৪০০ করা হতে পারে।

এর পাশাপাশি ট্রেনের গতিবেগ বৃদ্ধি করার বিষয়ে ঘোষণা করা হতে পারে এবং সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ১৮০ কিলোমিটার করা হবে এমন ঘোষণা করা হতে পারে। পাশাপাশি ভারত থেকে পূর্ব এশিয়া, ইউরোপ এবং দক্ষিণ আমেরিকার বাজারে রেলের বিভিন্ন সরঞ্জাম রপ্তানির বিষয়ে ঘোষণা করা হতে পারে। এই সমস্ত কিছু বাস্তবায়িত করার জন্য রেলের খাতে আসতে পারে প্রায় ২ লক্ষ কোটি টাকা। যা চলতি অর্থ বর্ষে রয়েছে ১.৪ লক্ষ কোটি টাকা।