NPR -এর জন্য কি কি তথ্য লাগবে, কি বলছে কেন্দ্র

নিজস্ব প্রতিবেদন : NRC ও CAA নিয়ে যখন পুরো দেশ উত্তাল, সেই সময় NPR এর জন্য ইতিমধ্যেই ৮৭৫৪ কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্র। গত মঙ্গলবার এই সিদ্ধান্তে সিলমোহর দিয়েছে কেন্দ্র। যদিও কেরল এবং পশ্চিমবঙ্গ সরকার ইতিমধ্যে NPR কে খারিজ করেছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মতে, NPR-এর সঙ্গে NRC-র কোনও সম্পর্ক নেই। কিন্তু একই সাথে বিরোধীরা দাবি করেছেন যে NPR হলো NRC-র প্রথম ধাপ। NRP নিয়ে ইতিমধ্যেই তৈরি হয়েছে নানান ধোঁয়াশা।

জেনে নিন NPR কি করে লাগু হবে?

NPR পদ্ধতিতে গ্রাম থেকে শুরু করে শহর, মহকুমা, জেলা ও জাতীয় স্তরে নাগরিকদের থেকে তথ্য গ্রহণ করা হবে এবং ১৯৫৫ ও ২০০৩ সালের নাগরিকত্ব আইন এবং অধিনিয়ম অনুযায়ী জনসংখ্যাপঞ্জি তৈরি করা হবে। কোনো নাগরিক ৬ মাস বা তার বেশি সময় ধরে কোনো অঞ্চলে বাস করছেন কিনা সেই বিষয় তথ্য নথিবদ্ধ করা হবে। প্রতি দশ বছর অন্তর এই প্রক্রিয়া হয়। ইউপিএ সরকারের আমল থেকে এই প্রক্রিয়া চলে আসছে। রেজিস্টার জেনারেলের অধীনে এই সমগ্র প্রক্রিয়াটি হবে।

এই প্রক্রিয়ার জন্য যেসব তথ্য প্রয়োজন হবে?

এই প্রক্রিয়ার জন্য নাম, গৃহকর্তার সঙ্গে সম্পর্ক, পিতা মাতার নাম, বিবাহ সম্পর্কিত তথ্য, স্বামী বা স্ত্রীর নাম, লিঙ্গ, স্থায়ী ঠিকানা, জন্ম তারিখ, বর্তমান ঠিকানা ও কতদিন বাস করছেন, নাগরিকত্ব, জীবিকা, শিক্ষা এসব সাধারণ তথ্য প্রয়োজন হবে।

তবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বক্তব্য অনুযায়ী কোনো তথ্য লাগবে না। অসম ছাড়া সমগ্র দেশে এই প্রক্রিয়া চলবে। অসমে NRC হয়েছে তাই এই প্রক্রিয়া হবেন। ২০২০ সালের আগস্ট মাসেই NPR হবে।

NPR ও সেনসাসের ডেটাবেস আলাদা। সেনসাস প্রতি দশ বছর অন্তর হয় ও এক্ষেত্রে দেশের অঞ্চল ভিত্তিক আর্থ সামাজিক পরিস্থিতির প্রতিফলন ঘটে। কিন্তু অন্যদিকে NPR হলো জনবিন্যাস সংক্রান্ত তথ্য। NRC-এর ক্ষেত্রে নাগরিকত্বের প্ৰমাণ না করতে পারলে ডিটেনশন ক্যাম্পে থাকতে হবে। কিন্তু NPR-এর ক্ষেত্রে এরকম কোনো তথ্যের প্রয়োজন নেই।